SBI বনাম PNB: ১ বছরের FD-তে ৫ লাখ টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি রিটার্ন পাওয়া যাবে? বিনিয়োগ করার আগে জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI vs PNB: বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট বিনিয়োগের একটি খুবই জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ভিন্ন। অন্য দিকে, পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
advertisement
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ বছরের FD-তে রিটার্ন -SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে, গ্রাহকরা FD-তে খুব ভাল রিটার্ন পান। SBI-তে ১ বছরের মেয়াদের FD-এর সুদের হার ৬.৮ শতাংশ৷ এমন পরিস্থিতিতে, কেউ যদি এই ব্যাঙ্কে ১ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে ৫,৩৪,৮৭৭ টাকা পাবেন।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ বছরের FD-তে রিটার্ন -PNB অর্থাৎ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে একটি। এই ব্যাঙ্কও গ্রাহকদের FD-তে রিটার্নে হতাশ করে না। PNB-তেও, ১ বছরের মেয়াদের FD-এর সুদের হার ৬.৮ শতাংশ। এমন পরিস্থিতিতে, কেউ যদি এই ব্যাঙ্কে ১ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে ৫,৩৪,৮৭৭ টাকা পাবেন।