SBI-তে FD করবেন না কি পোস্ট অফিসে MIS? ২ লাখ টাকার বিনিয়োগ থেকে কোথায় বেশি রিটার্ন মিলবে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI FD vs Post Office MIS: এবার প্রশ্ন হল, কোনটা লাভজনক?
advertisement
এবার প্রশ্ন হল, কোনটা লাভজনক? পরিসংখ্যান অনুযায়ী, এসবিআই-এর এফডি স্কিমে ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪.০০ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ। ট্যাক্স সেভিংস স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহককে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। তাহলে এই স্কিমে যদি কেউ ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি ৭৬,০৮৪ টাকা সুদ পাবেন। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ২,৭৬,০৮৪ টাকা। প্রবীণ নাগরিকরা সুদ বেশি পাওয়ায় রিটার্নও তুলনামূলকভাবে বেশি পান। তাঁরা যদি এই স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫০ শতাংশ সুদের হারে ২ লাখ টাকা বিনিয়োগে ২,৮৯,৯৯০ টাকা রিটার্ন পাবেন। সুদ থেকে মিলবে ৮৯,৯৯০ টাকা।
advertisement
অন্য দিকে, পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে সুদ থেকে অর্জিত আয় প্রতি মাসে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। প্রবীণ নাগরিকদের জন্য আদর্শ। এই স্কিমে নগদ বা চেকে অ্যাকাউন্ট খুলতে হয়। সিঙ্গল বা জয়েন্ট, দু’রকম অ্যাকাউন্ট খোলা যায়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা। বিনিয়োগ ৫ বছর লক-ইন পিরিয়ডে থাকে। এর মধ্যে টাকা তুলে নিয়ে জরিমানা দিতে হয়। নিয়ম অনুযায়ী ৩ বছরের আগে অকাল প্রত্যাহারে মূলধন থেকে ২ শতাংশ এবং ৩ বছরের পরে তুললে ১ শতাংশ কেটে নিয়ে বাকিটা ফেরত দেওয়া হয়।
advertisement