SBI-এর ১২ মাসের FD-তে ১ লক্ষ টাকা রাখতে চাইছেন? মেয়াদপূর্তিতে কত টাকা মিলবে? বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI FD Return Calculation: ফিক্সড ডিপোজিট আসলে একটি টার্ম ডিপোজিট। যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদ শেষ হলে সেই টাকার মূল পরিমাণ এবং সুদ ফেরত পাওয়া যায়।
নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য সকলেই বিনিয়োগ করেন। আর বেশিরভাগ বিনিয়োগকারীর কাছে বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি। কারণ এফডি নিরাপদ এবং এতে কোনও ঝুঁকির প্রশ্নই থাকে না। আর এফডি-তে বিনিয়োগ করলে নিশ্চিত রূপে রিটার্নও পাওয়া যায়। তবে শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি পরিমাণে পাওয়া যায় ঠিকই, কিন্তু এর সঙ্গে ঝুঁকি জড়িয়ে থাকে। কারণ শেয়ার বাজারে ওঠা-নামা দেখা যায়।
advertisement
আর এফডি (FD) বা ফিক্সড ডিপোজিট হল এমন এক প্রকার বিনিয়োগের মাধ্যম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য কোনও ব্যাঙ্কে এককালীন অর্থ জমা করা হয় এবং সেই অর্থের উপর একটি নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। শুধু তা-ই নয়, ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও এফডি করার সুবিধা মেলে। ফিক্সড ডিপোজিট আসলে একটি টার্ম ডিপোজিট। যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা হয় এবং মেয়াদ শেষ হলে সেই টাকার মূল পরিমাণ এবং সুদ ফেরত পাওয়া যায়।
advertisement
advertisement
বলে রাখা ভাল যে, ১২ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ নাগরিকদের ৬.৫ শতাংশ হারে সুদ প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর ওই একই মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকদের আবার ৭.০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। তাহলে কোনও বিনিয়োগকারী যদি এসবিআই-এর এফডি-তে ১ লক্ষ টাকা রাখেন, তাহলে তাঁরা মেয়াদপূর্তিতে রিটার্ন হিসেবে কত টাকা পেয়ে যাবেন, সেই হিসাবটাই দেখে নেওয়া যাক।
advertisement
১. যদি বিনিয়োগকারী সাধারণ নাগরিক হন, তাহলে ১২ মাসের এফডি-তে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন হিসেবে তিনি মেয়াদের শেষে পেয়ে যাবেন ১,০৬,৬৬০ টাকা। কারণ ৬.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন তাঁরা।১. যদি বিনিয়োগকারী প্রবীণ নাগরিক হন, তাহলে ১২ মাসের এফডি-তে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন হিসেবে তিনি মেয়াদের শেষে পেয়ে যাবেন ১,০৭,১৮৫ টাকা। কারণ তাঁরা ৭.০ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।