SBI-এর বিশেষ পরিষেবা, এটিএম থেকে যতবার ইচ্ছে টাকা তুলুন, লাগবে না কোনও চার্জ

Last Updated:
কীভাবে টাকা তুলবেন SBI YONO অ্যাপের মাধ্যমে?
1/5
ব্যাঙ্কের বদলে আজকাল বেশিরভাগ মানুষই এটিএম থেকে টাকা তুলছেন ৷ লকডাউনের সময় কেন্দ্র সরকার এটিএম থেকে টাকা তোলার বিষয়ে একাধিক ছাড় ঘোষণা করেছিল ৷ লকডাউনের সময় যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যতবার ইচ্ছে টাকা তোলার ছাড় দেওয়া হয়েছিল ৷ ৩০ জুন পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছিল ৷ এখন আবার এটিএম কত বার টাকা তুলতে পারবেন সেই লিমিট লাগু করে দেওয়া হয়েছে ৷ নির্ধারিত লিমিটের থেকে বেশি বার টাকা তুললে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হবে ৷
ব্যাঙ্কের বদলে আজকাল বেশিরভাগ মানুষই এটিএম থেকে টাকা তুলছেন ৷ লকডাউনের সময় কেন্দ্র সরকার এটিএম থেকে টাকা তোলার বিষয়ে একাধিক ছাড় ঘোষণা করেছিল ৷ লকডাউনের সময় যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যতবার ইচ্ছে টাকা তোলার ছাড় দেওয়া হয়েছিল ৷ ৩০ জুন পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছিল ৷ এখন আবার এটিএম কত বার টাকা তুলতে পারবেন সেই লিমিট লাগু করে দেওয়া হয়েছে ৷ নির্ধারিত লিমিটের থেকে বেশি বার টাকা তুললে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হবে ৷
advertisement
2/5
করোনা ভাইরাস পরিস্থিতির জেরে মানুষ ব্যাঙ্কের থেকে এটিএম বেশি ব্যবহার করছেন ৷ তাই গ্রাহকদের যাতে বাড়তি চার্জ দিতে না হয় সেই জন্য স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি বিশেষ পরিষেবা ৷ এবার এসবিআই-এর গ্রাহকরা এটিএম কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ৷ SBI YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পেতে পারেন ৷ এর মাধ্যমে লেনদেন করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
করোনা ভাইরাস পরিস্থিতির জেরে মানুষ ব্যাঙ্কের থেকে এটিএম বেশি ব্যবহার করছেন ৷ তাই গ্রাহকদের যাতে বাড়তি চার্জ দিতে না হয় সেই জন্য স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি বিশেষ পরিষেবা ৷ এবার এসবিআই-এর গ্রাহকরা এটিএম কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ৷ SBI YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পেতে পারেন ৷ এর মাধ্যমে লেনদেন করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
advertisement
3/5
কীভাবে টাকা তুলবেন SBI YONO অ্যাপের মাধ্যমে? SBI YONO অ্যাপের মাধ্যমে টাকা তুলতে হলে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ এরপর তাতে নেটব্যাঙ্কিং আইডি পাসওয়ার্ড দিতে হবে ৷ অ্যাক্টিভ ব্যবহারকীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফের লগইন করুন ৷
কীভাবে টাকা তুলবেন SBI YONO অ্যাপের মাধ্যমে? SBI YONO অ্যাপের মাধ্যমে টাকা তুলতে হলে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ এরপর তাতে নেটব্যাঙ্কিং আইডি পাসওয়ার্ড দিতে হবে ৷ অ্যাক্টিভ ব্যবহারকীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফের লগইন করুন ৷
advertisement
4/5
এবার YONO ড্যাশবোর্ডে সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ ওয়েবসাইটের নীচের দিকে ‘মাই রিওয়ার্ডস’ সেকশনে স্ক্রোল করুন ৷ এখানে ৬টি অপশন মিলবে ৷ YONO Pay, YONO Cash, Bill Pay, Products, Shop, Book & Order অপশন দেখা যাবে ৷ এর মধ্যে YONO Cash ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে ৷
এবার YONO ড্যাশবোর্ডে সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ ওয়েবসাইটের নীচের দিকে ‘মাই রিওয়ার্ডস’ সেকশনে স্ক্রোল করুন ৷ এখানে ৬টি অপশন মিলবে ৷ YONO Pay, YONO Cash, Bill Pay, Products, Shop, Book & Order অপশন দেখা যাবে ৷ এর মধ্যে YONO Cash ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে ৷
advertisement
5/5
একবারে ৫০০ থেকে ১০ হাজার টাকার লেনদেন করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে দিনে অধিকতম ২০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷ এছাড়া ৬টি ডিজিটের YONO ক্যাশ পিন দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে টাকা তুলতে পারবেন৷
একবারে ৫০০ থেকে ১০ হাজার টাকার লেনদেন করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে দিনে অধিকতম ২০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷ এছাড়া ৬টি ডিজিটের YONO ক্যাশ পিন দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে টাকা তুলতে পারবেন৷
advertisement
advertisement
advertisement