SBI-এর বিশেষ পরিষেবা, এটিএম থেকে যতবার ইচ্ছে টাকা তুলুন, লাগবে না কোনও চার্জ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে টাকা তুলবেন SBI YONO অ্যাপের মাধ্যমে?
ব্যাঙ্কের বদলে আজকাল বেশিরভাগ মানুষই এটিএম থেকে টাকা তুলছেন ৷ লকডাউনের সময় কেন্দ্র সরকার এটিএম থেকে টাকা তোলার বিষয়ে একাধিক ছাড় ঘোষণা করেছিল ৷ লকডাউনের সময় যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যতবার ইচ্ছে টাকা তোলার ছাড় দেওয়া হয়েছিল ৷ ৩০ জুন পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছিল ৷ এখন আবার এটিএম কত বার টাকা তুলতে পারবেন সেই লিমিট লাগু করে দেওয়া হয়েছে ৷ নির্ধারিত লিমিটের থেকে বেশি বার টাকা তুললে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হবে ৷
advertisement
করোনা ভাইরাস পরিস্থিতির জেরে মানুষ ব্যাঙ্কের থেকে এটিএম বেশি ব্যবহার করছেন ৷ তাই গ্রাহকদের যাতে বাড়তি চার্জ দিতে না হয় সেই জন্য স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি বিশেষ পরিষেবা ৷ এবার এসবিআই-এর গ্রাহকরা এটিএম কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ৷ SBI YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পেতে পারেন ৷ এর মাধ্যমে লেনদেন করার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷
advertisement
advertisement
advertisement