Tips to Become Crore Pati: কয়েকটি প্ল্যানেই হবেন কোটিপতি! আলাদা করে টাকা রোজগার নয়, ঘরে বসে বসেই টাকা জমানোর দারুণ tips
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে এ সময় আমরা অনেকে ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশল নিয়ে চিন্তা করে স্ট্রেস নিয়ে নেই। তাই চিন্তা না করে আজই সুন্দর করে একটি প্ল্যান করে ফেলুন
advertisement
প্রাত্যহিক জীবনে খরচের কোনো শেষ নেই। এখনকার সময়ে বেসিক দরকারি জিনিসপত্র কিনতে গেলেই হাতের টাকায় টান পড়ে। তার উপর নিজের শখ আহ্লাদ এর কিছু ব্যাপার তো থাকেই। মাসিক আয় যতই হোক না কেন ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশল মেনে আপনি সহজেই একটি ভালো পরিমাণের অর্থ সেইভ করতে পারবেন। চলুন এখন জেনে নেই ঘরে বসেই টাকা জমাতে কী কী করবেন তা নিয়ে।
advertisement
advertisement
খরচ যত ছোটই হোক না কেন সেটি অবশ্যই খরচের খাতে তালিকাভুক্ত করতে হবে। যেমন মেডিসিনের খরচ অথবা পার্সোনাল হাইজিনের খরচ। এই খরচগুলো কিন্তু প্রতি মাসেই হচ্ছে। আবার অনেক সময় আমাদের অনেকের কাছের মানুষের স্পেশাল কোনো অকেশন যেমন জন্মদিন বা বিয়ের প্রোগ্রাম থাকে। এমন ছোট ছোট খরচগুলো কোথায় হচ্ছে এবং এই ছোট খরচগুলো তালিকাভুক্ত করতে ভুলবেন না।
advertisement
কত টাকা আপনার মাসিক আয় হচ্ছে এবং কত টাকা খরচের খাতে পড়লো তা সহজেই এখন আলাদা করতে পারবেন। এই সময় সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি কী পরিমাণ সেভিংস করতে চাচ্ছেন। ধরুন, আপনার মাসিক আয় ৫০,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে আপনার হাতে আছে ৩,০০০ টাকা। কিন্তু আপনি চাচ্ছেন মাসিক ৫,০০০ টাকা সেভ করতে।এভাবে আপনার নির্ধারিত ৫,০০০ টাকা আলাদা করে বাকি টাকাগুলো খরচের জন্য সুনির্দিষ্ট করে সরিয়ে রাখুন
advertisement
জীবনে শখ আহ্লাদ, চাওয়া পাওয়া থাকবেই। একেক সময় আমরা একেক জিনিসের প্রয়োজন অনুভব করি। তবে যে কোনো কিছু দেখলেই সেটা যে আমারও লাগবে বা আমাকেও কিনতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের শুরুতেই বুঝতে হবে কোনটা আমাদের চাওয়া এবং কোনটা আমাদের প্রয়োজন। অপ্রয়োজনীয় চাওয়া পাওয়া ত্যাগ করে প্রয়োজন বুঝে খরচ করা শিখতে হবে। আর তাহলেই খুব সহজে ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশলগুলো কাজে লাগানো সম্ভব।