অবসরে প্রতি মাসে ৬৫,০০০ টাকা আয় চান? আপনার বয়স অনুযায়ী কত বিনিয়োগ করতে হবে? রইল সম্পূর্ণ হিসেব
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Retirement Planning: আগেভাগেই রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে হয়। সেই টাকাই বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা জোগাবে।
টাকা দিয়ে কি সব কেনা যায়? এই নিয়ে তর্ক-বিতর্ক চলতেই পারে। সুখ, শান্তি, ভালবাসা হয়ত টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু বাস্তব জীবনে যে টাকার গুরুত্ব অপরিসীম, সে ব্যাপারেও কোনও সন্দেহ নেই। টাকা সবকিছু না হলেও জীবনের জন্য অপরিহার্য। এটা সবচেয়ে ভাল বোঝা যায় অবসর নেওয়ার পর। মাসিক আয়ের পথ বন্ধ হলেও সংসার খরচ কমে না। অন্যান্য খরচও রয়েছে। এখন টাকা আসবে কোথা থেকে? এর জন্য আগেভাগেই রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে হয়। সেই টাকাই বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা জোগাবে।
advertisement
ধরে নেওয়া যাক রামবাবু এবং শ্যামবাবু ৫ কোটি টাকার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে চান। রামবাবু প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। আর শ্যামবাবু ৪০ হাজার টাকা। দু’জনেই বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন আশা করছেন। হিসেব অনুযায়ী, রামবাবুকে ৩৫ বছর বিনিয়োগ করতে হবে। তবেই তিনি ৫,৫১,০৮,৩১১ টাকা পাবেন। আর শ্যামবাবু ২৩ বছরেই এই টাকা হাতে পেয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









