অবসরে প্রতি মাসে ৬৫,০০০ টাকা আয় চান? আপনার বয়স অনুযায়ী কত বিনিয়োগ করতে হবে? রইল সম্পূর্ণ হিসেব

Last Updated:
Retirement Planning: আগেভাগেই রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে হয়। সেই টাকাই বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা জোগাবে।
1/7
টাকা দিয়ে কি সব কেনা যায়? এই নিয়ে তর্ক-বিতর্ক চলতেই পারে। সুখ, শান্তি, ভালবাসা হয়ত টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু বাস্তব জীবনে যে টাকার গুরুত্ব অপরিসীম, সে ব্যাপারেও কোনও সন্দেহ নেই। টাকা সবকিছু না হলেও জীবনের জন্য অপরিহার্য। এটা সবচেয়ে ভাল বোঝা যায় অবসর নেওয়ার পর। মাসিক আয়ের পথ বন্ধ হলেও সংসার খরচ কমে না। অন্যান্য খরচও রয়েছে। এখন টাকা আসবে কোথা থেকে? এর জন্য আগেভাগেই রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে হয়। সেই টাকাই বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা জোগাবে।
টাকা দিয়ে কি সব কেনা যায়? এই নিয়ে তর্ক-বিতর্ক চলতেই পারে। সুখ, শান্তি, ভালবাসা হয়ত টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু বাস্তব জীবনে যে টাকার গুরুত্ব অপরিসীম, সে ব্যাপারেও কোনও সন্দেহ নেই। টাকা সবকিছু না হলেও জীবনের জন্য অপরিহার্য। এটা সবচেয়ে ভাল বোঝা যায় অবসর নেওয়ার পর। মাসিক আয়ের পথ বন্ধ হলেও সংসার খরচ কমে না। অন্যান্য খরচও রয়েছে। এখন টাকা আসবে কোথা থেকে? এর জন্য আগেভাগেই রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে হয়। সেই টাকাই বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা জোগাবে।
advertisement
2/7
ধরে নেওয়া যাক রামবাবু এবং শ্যামবাবু ৫ কোটি টাকার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে চান। রামবাবু প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। আর শ্যামবাবু ৪০ হাজার টাকা। দু’জনেই বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন আশা করছেন। হিসেব অনুযায়ী, রামবাবুকে ৩৫ বছর বিনিয়োগ করতে হবে। তবেই তিনি ৫,৫১,০৮,৩১১ টাকা পাবেন। আর শ্যামবাবু ২৩ বছরেই এই টাকা হাতে পেয়ে যাবেন।
ধরে নেওয়া যাক রামবাবু এবং শ্যামবাবু ৫ কোটি টাকার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে চান। রামবাবু প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। আর শ্যামবাবু ৪০ হাজার টাকা। দু’জনেই বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন আশা করছেন। হিসেব অনুযায়ী, রামবাবুকে ৩৫ বছর বিনিয়োগ করতে হবে। তবেই তিনি ৫,৫১,০৮,৩১১ টাকা পাবেন। আর শ্যামবাবু ২৩ বছরেই এই টাকা হাতে পেয়ে যাবেন।
advertisement
3/7
এবার দেখে নেওয়া যাক ৩০, ৩৫, ৪০ ও ৪৫ বছর বয়সে এসে কেউ যদি অবসরের পর ৬৫,০০০ টাকা মাসিক আয় চান, তাহলে তাঁকে কত টাকা মাসিক বা এককালীন বিনিয়োগ করতে হবে। এই হিসেবে অবসরের আগে ১২ শতাংশ হারে রিটার্ন, অবসরের পরে ৬ শতাংশ হারে এবং ৬ শতাংশ হারে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে।
এবার দেখে নেওয়া যাক ৩০, ৩৫, ৪০ ও ৪৫ বছর বয়সে এসে কেউ যদি অবসরের পর ৬৫,০০০ টাকা মাসিক আয় চান, তাহলে তাঁকে কত টাকা মাসিক বা এককালীন বিনিয়োগ করতে হবে। এই হিসেবে অবসরের আগে ১২ শতাংশ হারে রিটার্ন, অবসরের পরে ৬ শতাংশ হারে এবং ৬ শতাংশ হারে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে।
advertisement
4/7
৩০ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ৩,৭৩,৩২৭ টাকা।

প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৮,৯৫,৯৮,৪৮০ টাকা।

প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ২৫,৩৮৩ টাকা।

এককালীন বিনিয়োগের পরিমাণ: ২৯,৯০,৬১২ টাকা।
৩০ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -
অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ৩,৭৩,৩২৭ টাকা।
প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৮,৯৫,৯৮,৪৮০ টাকা।
প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ২৫,৩৮৩ টাকা।
এককালীন বিনিয়োগের পরিমাণ: ২৯,৯০,৬১২ টাকা।
advertisement
5/7
৩৫ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ২,৭৮,৯৭২ টাকা।

প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৬,৬৯,৫৩,২৮০ টাকা।

প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৩৫,২৮২ টাকা।

এককালীন বিনিয়োগের পরিমাণ: ৩৯,৩৮,৪১৪ টাকা।
৩৫ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -
অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ২,৭৮,৯৭২ টাকা।
প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৬,৬৯,৫৩,২৮০ টাকা।
প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৩৫,২৮২ টাকা।
এককালীন বিনিয়োগের পরিমাণ: ৩৯,৩৮,৪১৪ টাকা।
advertisement
6/7
৪০ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ২,০৮,৪৬৪ টাকা।

প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৫,০০,৩১,৩৬০ টাকা।

প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৫০,০৭৪ টাকা।

এককালীন বিনিয়োগের পরিমাণ: ৫১,৮৬,৫৯০ টাকা।
৪০ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -
অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ২,০৮,৪৬৪ টাকা।
প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৫,০০,৩১,৩৬০ টাকা।
প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৫০,০৭৪ টাকা।
এককালীন বিনিয়োগের পরিমাণ: ৫১,৮৬,৫৯০ টাকা।
advertisement
7/7
৪৫ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ১,৫৫,৭৭৬ টাকা।

প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৩,৭৩,৮৬,২৪০ টাকা।

প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৭৪,০৯৪ টাকা।

এককালীন বিনিয়োগের পরিমাণ: ৬৮,৩০,৩২৭ টাকা।
৪৫ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয় তহবিল -
অবসরের সময় প্রয়োজনীয় মাসিক খরচ (৬ শতাংশ মুদ্রাস্ফীতি অনুযায়ী): ১,৫৫,৭৭৬ টাকা।
প্রত্যাশিত অবসর তহবিলের পরিমাণ: ৩,৭৩,৮৬,২৪০ টাকা।
প্রয়োজনীয় মাসিক এসআইপি বিনিয়োগ: ৭৪,০৯৪ টাকা।
এককালীন বিনিয়োগের পরিমাণ: ৬৮,৩০,৩২৭ টাকা।
advertisement
advertisement
advertisement