ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি-রিপোর্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রিপোর্টে বলা হয়েছে কমিটি চায় টাকা উইথড্রলের ক্যাপও মাত্র ৫০০০ টাকা করে দেওয়া হোক
advertisement
advertisement
advertisement
advertisement
মানিলাইফের রিপোর্ট অনুযায়ী কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির ৷ নইলে ২ টাকা থেকে ১৭ টাকা অবধি ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ও ৭ থেকে ৫ টাকা অবধি নন ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে নেওয়া হবে ৷ সারা দেশে ১০ লক্ষের বেশি জনতা যুক্ত এলাকার এটিএম ব্যবহারকারী এই চার্জের আওতায় আসবেন ৷আর যেখানে দশ লক্ষের কম জনগণ বাস করেন সেখানে কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির ৷Photo- File
advertisement