একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে এমপিসি বৈঠকের পর আরবিআই স্মল সেভিংস যোজনার সুদের হার কমানোর কথা বলেছে ৷ প্রত্যেক তিন মাসে স্মল সেভিংস স্কিমের সুদের হারে বদল করা হয় ৷ কিন্তু জুলাই মাসের পরে এতে কোনও বদল করা হয়নি ৷ ত্রৈমাসিকে সরকারি বন্ডে হওয়া লাভের উপর নির্ভর করে সুদের হার নির্দিষ্ট করা হয় ৷ গত দুটি ত্রৈমাসিকে সরকারি বন্ডে সুদের হার কমেছে ৷