RBI || Inflation Rate: মধ্যবিত্তের জন্য বাম্পার খবর! দেশে সস্তা হবে জিনিসপত্র! সুখবর শোনালেন আরবিআই গভর্নর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
RBI || Inflation Rate: আরবিআই- গভর্নর বলেন, ভারতে ভোক্তা মূল্যস্ফীতি মার্চ-এপ্রিল, 2023-এর মধ্যে হ্রাস পেয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্কের দুই থেকে ছয় শতাংশের সন্তোষজনক সীমার মধ্যে এসেছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চলতি আর্থিক বছরের (2023-24) জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৫.১ শতাংশে কমিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (আরবিআই গভর্নর) শক্তিকান্ত দাস বৃহস্পতিবার মুদ্রানীতি কমিটির সভার সিদ্ধান্ত ঘোষণা করার সময় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতির পদক্ষেপ কাঙ্খিত ফল দিচ্ছে।
advertisement
advertisement
মুদ্রাস্ফীতি সন্তোষজনক পরিসরে রয়েছে: এদিন আরবিআই- গভর্নর বলেন, ভারতে ভোক্তা মূল্যস্ফীতি মার্চ-এপ্রিল, 2023-এর মধ্যে হ্রাস পেয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্কের দুই থেকে ছয় শতাংশের সন্তোষজনক সীমার মধ্যে এসেছে। 2022-23 সালে এটি ছিল ৬.৭ শতাংশ। তিনি বলেন মূল মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে রয়েছে এবং এটি 2023-24 সালের বাকি মাসগুলিতেও লক্ষ্যের উপরে থাকবে বলেই আশা করা হচ্ছে।
advertisement
advertisement
বিশ্ব অর্থনীতিতে সঙ্কট, ভারত স্থিতিশীল বলে দাবি করছে RBI মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সঙ্কট এবং বেকারত্ববৃদ্ধি এই মুহূর্তে ভাবিয়ে তুলেছে গোটা পৃথিবীকে। কিন্তু RBI-এর দাবি, এতকিছুর মধ্যেও ভারতের অর্থনীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল। রবিশস্যের সর্বোচ্চ উৎপাদন হয়েছে। এবার বর্ষা নিয়েও বড় আশঙ্কা নেই। ফলে সব ক্ষেত্রই স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।