৪টি সমবায় ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাঙ্কে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
র মধ্য দুটি ব্যাঙ্ক মহারাষ্ট্রের, বাকি দুটি গুজরাত এবং জম্মু-কাশ্মীরের। মহারাষ্ট্রের ওয়ালচাঁদ নগর সহকারি ব্যাঙ্ককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যা সর্বোচ্চ।
advertisement
advertisement
বাকি তিনটি ব্যাঙ্ক হল, মহারাষ্ট্রের ডাহানু রোড জনতা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, জেঅ্যান্ডকে-র দেবিকা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং গুজরাতের শ্রী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। দেশের শীর্ষ ব্যাঙ্ক বলেছে, ‘ব্যক্তিগত শুনানির সময় ব্যাঙ্কের উত্তর শোনার পর রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আরবিআইয়ের নির্দেশিকা না মেনে চলার অভিযোগ সত্য। তাই এই চারটি ব্যাঙ্কের উপর আর্থিক জরিমানা আরোপ করা হল’।
advertisement
আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ব্যাঙ্কের পরিদর্শন রিপোর্ট এবং রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট-সহ সমস্ত নথিপত্র পরীক্ষা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক দেখে যে, ওয়ালচাঁদ নগর সহকারি ব্যাঙ্ক গ্রাহকদের ‘ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড’ দেয়নি। মানা হয়নি কেওয়াইসি নির্দেশাবলীও। এরপরই ওয়ালচাঁদ নগর সহকারি ব্যাঙ্ককে ৪ লক্ষ টাকা জরিমানা করে আরবিআই।
advertisement
দেবিকা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালক নিজের আত্মীয়-স্বজন এবং কয়েকটি সংস্থাকে লোন পাইয়ে দেন। এই অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, এই সমবায় ব্যাঙ্ক নিয়ম বর্হিভূত ভাবে একটি একক মালিকানা সংস্থাকে নগদ ঋণ পাইয়ে দিয়েছে। আর ওই সংস্থার মালিক পরিচালকের ভাইয়ের স্ত্রী।
advertisement
advertisement