Big News For Bank Customers: RBI-এর বড় সিদ্ধান্ত ! এবার গ্রাহকরা এই ৩ ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
RBI’s Big Decision: RBI-এর কড়া সিদ্ধান্তে তিনটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর জারি হল নিষেধাজ্ঞা। এখন থেকে এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা আর সহজে টাকা তুলতে পারবেন না।
তিনটি ব্যাঙ্কের বিরুদ্ধে এবার কড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন ১৯৪৯-এর ধারা ৩৫এ এবং ৫৬-এর অধীনে এই নিষেধাজ্ঞাগুলি জারি করা হয়েছে। এই তিনটি ব্যাঙ্ককে ৪ জুলাই থেকে তাদের ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। তালিকাভুক্ত এই তিনটি ব্যাঙ্কগুলির মধ্যে দুটি ব্যাঙ্কের গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার অনুমতি পাবেন, তবে অন্য ব্যাঙ্কটিকে সেই সুবিধাও দেওয়া হয়নি।
advertisement
RBI-এর এই নির্দেশ ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে। এখনও এই ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল করেনি আরবিআই, তবে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ব্যাঙ্কগুলির অবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক দরকারে সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবে। যদি পরিস্থিতির উন্নতি হয়, তাহলে এই নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। এই তালিকায় রয়েছে ইনোভেটিভ কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড (দিল্লি), দ্য ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (গুয়াহাটি) এবং দ্য সহকারি ব্যাঙ্ক লিমিটেড (মুম্বই)।
advertisement
বর্তমানে এই তিনটি ব্যাঙ্ক RBI-এর অনুমতি ছাড়া কোনও ধরণের ঋণ বা অগ্রিম অনুমোদ দিতে পারবে না। কোনওরকমের বিনিয়োগ, ঋণ প্রদান বা নতুন আমানত গ্রহণ-সহ অন্যান্য লেনদেনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ব্যাঙ্কগুলি ঋণ পরিশোধের জন্যও কোনও ধরনের অর্থপ্রদান করতে পারবে না। কোনও চুক্তি বা সমঝোতায় প্রবেশ করাও নিষিদ্ধ। এমনকি সম্পত্তি বিক্রির অনুমতিও দেওয়া হয়নি। তবে, ব্যাঙ্ক কিছু প্রয়োজনীয় খরচ যেমন কর্মীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি মেটানোর জন্য অর্থ খরচ করতে পারবে।
advertisement
advertisement