Ratan Tata Tweet on Air India: ৬৮ বছর পর 'মহারাজ' ফিরল ঘরে, দুটি শব্দেই আবেগ বুঝিয়ে দিলেন রতন টাটা! কী লিখলেন?

Last Updated:
Ratan Tata Tweet on Air India: এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য যে দরপত্র দেওয়া হয়েছিল, তাতে টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটিই সর্বোচ্চ।
1/5
সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া-র (Air India) নিয়ন্ত্রণ হাতে চলে এল টাটা গোষ্ঠীর। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য যে দরপত্র দেওয়া হয়েছিল, তাতে টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটিই সর্বোচ্চ। বিমানসংস্থা স্পাইস জেটের সঙ্গে শেষমেশ লড়াই ছিল টাটা গোষ্ঠীর। সেই লড়াই শেষে ৬৮ বছর পরে ফের Air India-র মালিকানা পাচ্ছেন রতন টাটারা (Ratan Tata)।
সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া-র (Air India) নিয়ন্ত্রণ হাতে চলে এল টাটা গোষ্ঠীর। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য যে দরপত্র দেওয়া হয়েছিল, তাতে টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটিই সর্বোচ্চ। বিমানসংস্থা স্পাইস জেটের সঙ্গে শেষমেশ লড়াই ছিল টাটা গোষ্ঠীর। সেই লড়াই শেষে ৬৮ বছর পরে ফের Air India-র মালিকানা পাচ্ছেন রতন টাটারা (Ratan Tata)।
advertisement
2/5
শুক্রবার বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয় (Air India Sale to Tata Sons)। এরপরই রতন টাটা ট্যুইট করে লেখেন, 'ওয়েলকাম ব্যাক, এয়ার ইন্ডিয়া।' ২০০৭ সালে অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের পথে হাঁটে সরকার, শেষমেশ তা দখলে নিল টাটারা।
শুক্রবার বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয় (Air India Sale to Tata Sons)। এরপরই রতন টাটা ট্যুইট করে লেখেন, 'ওয়েলকাম ব্যাক, এয়ার ইন্ডিয়া।' ২০০৭ সালে অন্তর্দেশীয় বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তিকরণের পর থেকেই লোকসানে চলছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের পথে হাঁটে সরকার, শেষমেশ তা দখলে নিল টাটারা।
advertisement
3/5
এর ফলে এয়ার ইন্ডিয়ার কম খরচের উড়ান পরিষেবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর ১০০ শতাংশ মালিকানাই হাতে পাচ্ছে রতন টাটারা। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস-এর ৫০ শতাংশ অংশীদারিত্বও পাচ্ছেন তাঁরা।
এর ফলে এয়ার ইন্ডিয়ার কম খরচের উড়ান পরিষেবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর ১০০ শতাংশ মালিকানাই হাতে পাচ্ছে রতন টাটারা। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস-এর ৫০ শতাংশ অংশীদারিত্বও পাচ্ছেন তাঁরা।
advertisement
4/5
এই বছরের মার্চে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) জানিয়ে দেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ার ইন্ডিয়ার শতভাগ বিকেন্দ্রীকরণ করা হবে। এরপরই আসরে নামেন টাটারা।
এই বছরের মার্চে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) জানিয়ে দেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ার ইন্ডিয়ার শতভাগ বিকেন্দ্রীকরণ করা হবে। এরপরই আসরে নামেন টাটারা।
advertisement
5/5
এয়ার ইন্ডিয়াই সেই বিমান সংস্থা, যা ভারতকে বিমান পরিষেবায় বিশ্বে পরিচিতি দিয়েছিল। দীর্ঘ সময় ধরে লোকসানে চলা এয়ার ইন্ডিয়া কিনতে কেউই প্রথমে আগ্রহ দেখায়নি। অবশেষে ৬৮ বছর পর টাটারা নিজেদের ঘরে ফিরিয়ে নিলেন 'মহারাজ'কে।
এয়ার ইন্ডিয়াই সেই বিমান সংস্থা, যা ভারতকে বিমান পরিষেবায় বিশ্বে পরিচিতি দিয়েছিল। দীর্ঘ সময় ধরে লোকসানে চলা এয়ার ইন্ডিয়া কিনতে কেউই প্রথমে আগ্রহ দেখায়নি। অবশেষে ৬৮ বছর পর টাটারা নিজেদের ঘরে ফিরিয়ে নিলেন 'মহারাজ'কে।
advertisement
advertisement
advertisement