Ratan Tata Properties: ভাগ হল রতন টাটার ১০ হাজার কোটির সম্পত্তি! উইলেও দিয়ে গেলেন বড় চমক! কে, কী পেল?

Last Updated:
Ratan Tata Properties: রতন টাটা যে বিশাল ব্যবসার উত্তরাধিকার রেখে গিয়েছেন, যা এখন নোয়েল টাটা পরিচালনা করছেন। টাটা গ্রুপ তার উত্তরসূরি খুঁজে পেয়েছে, কিন্তু এখন বড় প্রশ্ন হল কে পাবেন রতন টাটার সম্পত্তি?
1/12
রতন টাটা সম্পত্তি: দেশের জনপ্রিয় শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন প্রায় ১ মাস হল। তিনি যে বিশাল ব্যবসার উত্তরাধিকার রেখে গিয়েছেন, যা এখন নোয়েল টাটা পরিচালনা করছেন। টাটা গ্রুপ তার উত্তরসূরি খুঁজে পেয়েছে কিন্তু এখন বড় প্রশ্ন হল কে পাবেন রতন টাটার সম্পত্তি?
রতন টাটা সম্পত্তি: দেশের জনপ্রিয় শিল্পপতি রতন টাটা প্রয়াত হয়েছেন প্রায় ১ মাস হল। তিনি যে বিশাল ব্যবসার উত্তরাধিকার রেখে গিয়েছেন, যা এখন নোয়েল টাটা পরিচালনা করছেন। টাটা গ্রুপ তার উত্তরসূরি খুঁজে পেয়েছে কিন্তু এখন বড় প্রশ্ন হল কে পাবেন রতন টাটার সম্পত্তি?
advertisement
2/12
খবর পাওয়া গিয়েছে, রতন টাটার সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি। সেই সম্পত্তির ভাগ হবে এইবার। সবই নাকি তিনি উইল করে রেখে গিয়েছেন। পোষা কুকুর, কর্মচারী, পরিবারের সদস্য থেকে শুরু করে প্রিয় বন্ধুদেরও বঞ্চিত করেননি তিনি।
খবর পাওয়া গিয়েছে, রতন টাটার সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি। সেই সম্পত্তির ভাগ হবে এইবার। সবই নাকি তিনি উইল করে রেখে গিয়েছেন। পোষা কুকুর, কর্মচারী, পরিবারের সদস্য থেকে শুরু করে প্রিয় বন্ধুদেরও বঞ্চিত করেননি তিনি।
advertisement
3/12
রতন টাটা তাঁর উইলে স্পষ্টভাবে বলেছেন, যে তাঁর পোষা কুকুর টিটোর যত্ন নেবেন দীর্ঘদিনের বাবুর্চি রাজন শ। টাটা তাঁর আগের কুকুরের মৃত্যুর পর 5 বা 6 বছর আগে টিটোকে দত্তক নিয়েছিলেন।
রতন টাটা তাঁর উইলে স্পষ্টভাবে বলেছেন, যে তাঁর পোষা কুকুর টিটোর যত্ন নেবেন দীর্ঘদিনের বাবুর্চি রাজন শ। টাটা তাঁর আগের কুকুরের মৃত্যুর পর 5 বা 6 বছর আগে টিটোকে দত্তক নিয়েছিলেন।
advertisement
4/12
রতন টাটার উইলে তাঁর প্রিয় পাচক বাটলার-সহ অনেকেরই নাম রয়েছে। শান্তনু নাইডুর নামও রয়েছে, যিনি শেষ দিন পর্যন্ত তাঁর সহকারী ছিলেন। এছাড়াও টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে কে তার শেয়ার পাবেন তাও বলা হয়েছে। রতন টাটার সবচেয়ে বড় সম্পত্তি হল গ্রুপের কোম্পানির শেয়ার।
রতন টাটার উইলে তাঁর প্রিয় পাচক বাটলার-সহ অনেকেরই নাম রয়েছে। শান্তনু নাইডুর নামও রয়েছে, যিনি শেষ দিন পর্যন্ত তাঁর সহকারী ছিলেন। এছাড়াও টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে কে তার শেয়ার পাবেন তাও বলা হয়েছে। রতন টাটার সবচেয়ে বড় সম্পত্তি হল গ্রুপের কোম্পানির শেয়ার।
advertisement
5/12
এ ছাড়া রতনের একটি বাংলো, গাড়ি ও অন্যান্য সম্পত্তি রয়েছে, উইলে যেগুলির উল্লেখ রয়েছে। রতন টাটার সম্পত্তি কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে? আসুন, জানা যাক।
এ ছাড়া রতনের একটি বাংলো, গাড়ি ও অন্যান্য সম্পত্তি রয়েছে, উইলে যেগুলির উল্লেখ রয়েছে। রতন টাটার সম্পত্তি কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে? আসুন, জানা যাক।
advertisement
6/12
জানা গিয়েছে, রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন (আরটিইএফ)-এ স্থানান্তর করা হবে রতন টাটার শেয়ার। সূত্র বলছে যে টাটা সন্সের প্রধান এন চন্দ্রশেকরন RTEF-এর সভাপতিত্ব করতে পারেন।
জানা গিয়েছে, রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন (আরটিইএফ)-এ স্থানান্তর করা হবে রতন টাটার শেয়ার। সূত্র বলছে যে টাটা সন্সের প্রধান এন চন্দ্রশেকরন RTEF-এর সভাপতিত্ব করতে পারেন।
advertisement
7/12
বাংলো কে পাবে? কোলাবায় হালেকাই হাউস, যেখানে রতন টাটা তার শেষ দিন পর্যন্ত থাকতেন, তা টাটা সন্সের 100% সহযোগী প্রতিষ্ঠান ইওয়ার্ট ইনভেস্টমেন্টের মালিকানাধীন। এর ভবিষ্যৎ নির্ধারণ করবে ইওয়ার্ট। রতন টাটা হালেকাই হাউস এবং আলিবাগ বাংলো উভয়েরই ডিজাইন করেছেন, কিন্তু আলিবাগ সম্পত্তির বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলো কে পাবে? কোলাবায় হালেকাই হাউস, যেখানে রতন টাটা তার শেষ দিন পর্যন্ত থাকতেন, তা টাটা সন্সের 100% সহযোগী প্রতিষ্ঠান ইওয়ার্ট ইনভেস্টমেন্টের মালিকানাধীন। এর ভবিষ্যৎ নির্ধারণ করবে ইওয়ার্ট। রতন টাটা হালেকাই হাউস এবং আলিবাগ বাংলো উভয়েরই ডিজাইন করেছেন, কিন্তু আলিবাগ সম্পত্তির বিষয়ে কিছু জানা যায়নি।
advertisement
8/12
বাবা নেভাল টাটার মৃত্যুর পর মুম্বইয়ের সমুদ্রতীরবর্তী রিসর্ট জুহুতে বাড়িটি রতন টাটা এবং তাঁর পরিবার উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। ভাই জিমি, সৎ ভাই নোয়েল টাটা এবং সৎ মা সিমোন টাটা সেখানেই থাকতেন। জানা যায়, এই বাড়ি ২০ বছরেরও বেশি সময় ধরে ক্রেতাদের তালিকায় রয়েছে, অনেকেরই চোখ রয়েছে এই বিপুল সম্পত্তির প্রতি।
বাবা নেভাল টাটার মৃত্যুর পর মুম্বইয়ের সমুদ্রতীরবর্তী রিসর্ট জুহুতে বাড়িটি রতন টাটা এবং তাঁর পরিবার উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। ভাই জিমি, সৎ ভাই নোয়েল টাটা এবং সৎ মা সিমোন টাটা সেখানেই থাকতেন। জানা যায়, এই বাড়ি ২০ বছরেরও বেশি সময় ধরে ক্রেতাদের তালিকায় রয়েছে, অনেকেরই চোখ রয়েছে এই বিপুল সম্পত্তির প্রতি।
advertisement
9/12
তাঁর বিপুল সম্পত্তির কী হবে, মৃত্যুর আগে নিজের করে যাওয়া উইল-এই তা ঠিক করে দিয়ে গিয়েছেন রতন টাটা৷ কিন্তু সেই উইল কার্যকর করার গুরুদায়িত্ব তিনি খুব কাছের কয়েকজনকেই দিয়ে গিয়েছেন৷
তাঁর বিপুল সম্পত্তির কী হবে, মৃত্যুর আগে নিজের করে যাওয়া উইল-এই তা ঠিক করে দিয়ে গিয়েছেন রতন টাটা৷ কিন্তু সেই উইল কার্যকর করার গুরুদায়িত্ব তিনি খুব কাছের কয়েকজনকেই দিয়ে গিয়েছেন৷
advertisement
10/12
রতন টাটার ২০-৩০ গাড়ির সংগ্রহ ছিল, যেটি বর্তমানে হালেকাই বাসভবন এবং কোলাবার তাজ ওয়েলিংটন মেউস সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছে। এই গাড়ি সংগ্রহের ভবিষ্যত বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে এটিকে পুনের একটি যাদুঘরে প্রদর্শন করা বা টাটা গ্রুপ কর্তৃক অধিগ্রহণ বা নিলামের পর।
রতন টাটার ২০-৩০ গাড়ির সংগ্রহ ছিল, যেটি বর্তমানে হালেকাই বাসভবন এবং কোলাবার তাজ ওয়েলিংটন মেউস সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছে। এই গাড়ি সংগ্রহের ভবিষ্যত বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে এটিকে পুনের একটি যাদুঘরে প্রদর্শন করা বা টাটা গ্রুপ কর্তৃক অধিগ্রহণ বা নিলামের পর।
advertisement
11/12
RTEF-এ যাবে টাটা সন্সের শেয়ার। এছাড়াও টাটা মোটরস- সহ অন্যান্য টাটা গ্রুপ কোম্পানিতে রতন টাটার অংশীদারিও আরটিইএফ-এ স্থানান্তরিত হবে। 2022 সালে প্রতিষ্ঠিত RTEF একটি অলাভজনক সংস্থা।
RTEF-এ যাবে টাটা সন্সের শেয়ার। এছাড়াও টাটা মোটরস- সহ অন্যান্য টাটা গ্রুপ কোম্পানিতে রতন টাটার অংশীদারিও আরটিইএফ-এ স্থানান্তরিত হবে। 2022 সালে প্রতিষ্ঠিত RTEF একটি অলাভজনক সংস্থা।
advertisement
12/12
রতন টাটা তাঁর সহকারী শান্তনুর জন্য কী রেখে গেলেন? রতন টাটা নাইডুর যৌথ উদ্যোগ, গুডফেলোতে তাঁর অংশীদারিত্ব ছেড়ে দেন এবং নাইডু বৈদেশিক শিক্ষার জন্য যে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন তা তিনি মুকুব করে দেন বলেও জানা গিয়েছে।
রতন টাটা তাঁর সহকারী শান্তনুর জন্য কী রেখে গেলেন? রতন টাটা নাইডুর যৌথ উদ্যোগ, গুডফেলোতে তাঁর অংশীদারিত্ব ছেড়ে দেন এবং নাইডু বৈদেশিক শিক্ষার জন্য যে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন তা তিনি মুকুব করে দেন বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement