Ratan Tata Properties: ভাগ হল রতন টাটার ১০ হাজার কোটির সম্পত্তি! উইলেও দিয়ে গেলেন বড় চমক! কে, কী পেল?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Ratan Tata Properties: রতন টাটা যে বিশাল ব্যবসার উত্তরাধিকার রেখে গিয়েছেন, যা এখন নোয়েল টাটা পরিচালনা করছেন। টাটা গ্রুপ তার উত্তরসূরি খুঁজে পেয়েছে, কিন্তু এখন বড় প্রশ্ন হল কে পাবেন রতন টাটার সম্পত্তি?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলো কে পাবে? কোলাবায় হালেকাই হাউস, যেখানে রতন টাটা তার শেষ দিন পর্যন্ত থাকতেন, তা টাটা সন্সের 100% সহযোগী প্রতিষ্ঠান ইওয়ার্ট ইনভেস্টমেন্টের মালিকানাধীন। এর ভবিষ্যৎ নির্ধারণ করবে ইওয়ার্ট। রতন টাটা হালেকাই হাউস এবং আলিবাগ বাংলো উভয়েরই ডিজাইন করেছেন, কিন্তু আলিবাগ সম্পত্তির বিষয়ে কিছু জানা যায়নি।
advertisement
বাবা নেভাল টাটার মৃত্যুর পর মুম্বইয়ের সমুদ্রতীরবর্তী রিসর্ট জুহুতে বাড়িটি রতন টাটা এবং তাঁর পরিবার উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। ভাই জিমি, সৎ ভাই নোয়েল টাটা এবং সৎ মা সিমোন টাটা সেখানেই থাকতেন। জানা যায়, এই বাড়ি ২০ বছরেরও বেশি সময় ধরে ক্রেতাদের তালিকায় রয়েছে, অনেকেরই চোখ রয়েছে এই বিপুল সম্পত্তির প্রতি।
advertisement
advertisement
advertisement
advertisement