তেল থেকে অস্ত্রচুক্তি, ভারত-রাশিয়া সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা, অ্যাজেন্ডায় কী কী রয়েছে? দেখুন!
- Reported by:Trending Desk
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Putin India Visit: ইতিমধ্যেই চিনের সঙ্গে কূটনৈতিক বৈঠক সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি ছিল রাশিয়া। সেই দীর্ঘ প্রতীক্ষিত অপেক্ষার অবসান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দু'দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙেই হাজির হয়েছিলেন নিজে।
ইতিমধ্যেই চিনের সঙ্গে কূটনৈতিক বৈঠক সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি ছিল রাশিয়া। সেই দীর্ঘ প্রতীক্ষিত অপেক্ষার অবসান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দু'দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙেই হাজির হয়েছিলেন নিজে।
advertisement
রুশ প্রেসিডেন্ট পুতিনের অবতরণের পর দুই রাষ্ট্রনেতা নৈশভোজের জন্য প্রধানমন্ত্রী মোদির বাসভবনের দিকে রওনা হন একযোগে। নৈশভোজের টেবিলে একান্তে কথোপকথন চলে রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত। বৈঠকের পর রাতের বিশ্রামের জন্য হোটেলে চলে যান পুতিন। দুই দেশের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় শুক্রবার ভোরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দুই দেশের মধ্যে জাহাজ চলাচল, স্বাস্থ্যসেবা, সার এবং সংযোগের ক্ষেত্রে অসংখ্য আন্তঃসরকারি চুক্তি এবং বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা এই সফরে। ভারত এবং রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের (EAEU) মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনাও এগিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে, যা ইউরেশিয়ান বাণিজ্য রুটগুলিকে মৌলিকভাবে পুনর্গঠন করতে পারে বলেই আশা করা হচ্ছে।









