Investment Tips: PPF- এ বিনিয়োগ করেছেন? ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ৩ নিয়ম, এখনই সাবধান হন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PPF Investments: ২১ অগাস্ট জারি করা হয়েছে এই নির্দেশিকা। তাতে ৩টি নিয়ম বদলের কথা বলা হয়েছে। নয়া নিয়ম লাগু হবে ১ অক্টোবর থেকে।
advertisement
২১ অগাস্ট জারি করা হয়েছে এই নির্দেশিকা। তাতে ৩টি নিয়ম বদলের কথা বলা হয়েছে। নয়া নিয়ম লাগু হবে ১ অক্টোবর থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, ন্যাশনাল স্মল সেভিংস স্কিমের আওতায় খোলা অনিয়মিত অ্যাকাউন্টগুলি নিয়মিত করা বাধ্যতামূলক। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নয়া নিয়মগুলি বিনিয়োগকারীদের অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
অপ্রাপ্তবয়স্কদের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্ট – অনিয়মিতভাবে নাবালকের নামে খোলা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে, যতক্ষণ না নাবালকের ১৮ বছর বয়স হয়। ১৮ বছর বয়স হলে তাঁকে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। তখন পিপিএফের সুদের হারেই সুদ দেওয়া হবে তাঁকে। নাবালকের প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ থেকে অ্যাকাউন্টের ম্যাচিউরিটির সময়কাল গণনা করা হবে।
advertisement
advertisement
প্রাইমারি অ্যাকাউন্টের বিনিয়োগ যদি বার্ষিক সীমার নিচে থাকে তাহলে তা দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্সের সঙ্গে যোগ করা হবে। প্রাইমারি অ্যাকাউন্টে পিপিএফের হারেই সুদ দেওয়া হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের অতিরিক্ত ব্যালেন্স সুদ ছাড়া ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীকে। বলে রাখা ভাল, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাকাউন্ট ছাড়া যদি আর কোনও অ্যাকাউন্টে সুদ মিলবে না।
advertisement