Potato: কাটল জট! হুহু করে বাজারে নামছে আলুর দাম! কেজি প্রতি কত টাকায় মিলবে? বিরাট স্বস্তি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Potato: আলু রফতানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি। মূলত মালদহ থেকে বিহার ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রফতানির করা হয়। ব্যবসায়ীদের আলুর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেন জেলার সমস্ত ব্যবসায়ীরা।
advertisement
*মালদহের আলু ব্যবসায়ীদের আলু রফতানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বন্ধ করা হয়েছিল আলু বিক্রি। মূলত মালদহ থেকে বিহার ঝাড়খণ্ডে কিছু পরিমাণ আলু রফতানির করা হয়। ব্যবসায়ীদের আলুর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তুলে হিমঘর থেকে আলু বার করা বন্ধ করে দেন জেলার সমস্ত ব্যবসায়ীরা। তারই জেরে গত প্রায় এক সপ্তাহ থেকে ফের নতুন করে আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল। ফাইল ছবি।
advertisement
*মালদহ কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদহ থেকে ঝাড়খন্ড সহ বেশ কিছু রাজ্যে আলু রফতানি হয়। ছোট সাইজের আলু গুলি মূলত রফতানি করা হয়। কিন্তু পার্শ্ববর্তী জেলার পুলিশ প্রশাসন এই গাড়িগুলি আটকে দেয়। আলু ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। হিমঘর থেকে আলু বার করছিলেন না। প্রশাসনিক বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। বাজারে এবার ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হতে পারে। ফাইল ছবি।
advertisement
advertisement
*বৈঠকে সমস্যার সমাধান হওয়ায় ব্যবসায়ীরা ফের হিমঘর থেকে আলু বার করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে। হিমঘর থেকে আলু বেরোলেই বাজারে ফের আলুর দাম নেমে যাবে এমনটাই আশা করছেন পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা। বুধবার থেকে সমস্ত আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে আলু বের করার আশ্বাস দেয় জেলা প্রশাসনকে। ফলে ফের আলুর দাম বাজারে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
*মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের কিছু সমস্যা ছিল। বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। আলুর দাম বাজারে আরও কমাতে হবে। আলু ব্যবসায়ীদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে। ২৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে মালদহের বাজারে বিক্রি হবে বিভিন্ন প্রজাতির আলু। ফাইল ছবি।