Potato Price Hike: হুড়মুড়িয়ে দাম বাড়ছে জ্যোতি-চন্দ্রমুখী আলুর, বাজারে কমছে যোগান! কোথায় ঠেকবে দাম? চিন্তায় আমজনতা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Potato Price Hike: বর্তমান সময়ে কেজি প্রতি সাদা আলু বিক্রির দাম ছিল ২৮-৩০ টাকা পর্যন্ত। এবার সেই দাম বেড়ে ৩০-৩৫ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বাজারের এক প্রবীন বিক্রেতা জীবন সরকার বলেন, "বাজারে যেভাবে সাদা আলুর দাম বাড়ছে। ফলে সাধারণ মানুষের কাছে সহজ হয়ে উঠেছে ভুটান আলু কেনার বিষয়। বিক্রেতারাও এই ভুটানের আলু বিক্রি করে লাভের মুখ দেখছেন। দেশি আলুর দাম এমনিতেই থাকে বেশি। তাই সেই বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই ক্রেতাদের একাংশের।" সংগৃহীত ছবি।
advertisement
*সব মিলিয়ে জেলা প্রশাসনের কাছে বিক্রেতা থেকে ক্রেতারা আবেদন জানিয়েছেন। যাতে দ্রুত বাজারে আলুর যোগান আবারও সচল করা সম্ভব হয়। যদি পর্যাপ্ত যোগান বাজারে আসতে শুরু করে। তবে দাম নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছেন বিক্রেতা থেকে ক্রেতারা। তবে কিছু অসাধু পাইকারি বিক্রেতা কোনও বিক্রির প্রমাণ না রেখে বেশি দামে আলু বিক্রি করছেন। আর এতেই বাজারে আলুর দাম বাড়ছে। সংগৃহীত ছবি।