Post Office Schemes: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বিরাট খবর! পয়লা এপ্রিল থেকে নিয়মে বড়সড় বদল

Last Updated:
Post Office Account: বিভিন্ন ক্ষেত্রে পোস্ট অফিসের নিয়ম পরিবর্তিত হচ্ছে ৷ আগামী পয়লা এপ্রিল ২০২২ থেকে কার্যকর হচ্ছে
1/8
পোস্ট অফিসের (Post Office Schemes) বিভিন্ন স্কিম বদলে যাচ্ছে পয়লা এপ্রিল ২০২২ থেকেই ৷ নতুন নিয়ম থেকে গ্রাহকদের টাইম জিপোজিট অ্যাকাউন্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
পোস্ট অফিসের (Post Office Schemes) বিভিন্ন স্কিম বদলে যাচ্ছে পয়লা এপ্রিল ২০২২ থেকেই ৷ নতুন নিয়ম থেকে গ্রাহকদের টাইম জিপোজিট অ্যাকাউন্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
একই সঙ্গে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (Senior Ctizens Savings Schemes) ও মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিমে (MIS) বিনিয়োগ করতে একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Schemes) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (Senior Ctizens Savings Schemes) ও মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিমে (MIS) বিনিয়োগ করতে একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Schemes) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (India Post Payment Banks) আনলিমিটেড মূল্যের লেনদেনের সুবিধা ছিল (Unlimited Transactions) ৷ কিন্তু এবার থেকে গ্রাহকদের মাত্র তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের (India Post Payment Banks) আনলিমিটেড মূল্যের লেনদেনের সুবিধা ছিল (Unlimited Transactions) ৷ কিন্তু এবার থেকে গ্রাহকদের মাত্র তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এই তিনটি ফ্রি ট্রানজ্যাকশ্যানের টাকা তোলা (Money Withdrawl), টাকা জমা (Money Deposit) ও মিনি স্টেটমেন্ট (Mini Statement) নেওয়ার মত সুবিধা থাকছে ৷ ইন্ডিয়া পোস্টের (India Post) বিনামূল্যের লেনদেনের সুবিধা সেষ হওয়ার পরে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট ধার্য মূল্য দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এই তিনটি ফ্রি ট্রানজ্যাকশ্যানের টাকা তোলা (Money Withdrawl), টাকা জমা (Money Deposit) ও মিনি স্টেটমেন্ট (Mini Statement) নেওয়ার মত সুবিধা থাকছে ৷ ইন্ডিয়া পোস্টের (India Post) বিনামূল্যের লেনদেনের সুবিধা সেষ হওয়ার পরে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট ধার্য মূল্য দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে সুদের টাকা নগদ রূপে হাতে পাবেননা বিনিয়োগকারীরা ৷ কিছু ক্ষেত্রে এই নতুন নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হবে ৷ এমআইএস  (MIS) বা মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD)-এর টাকা নগদে পাবেন না বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে সুদের টাকা নগদ রূপে হাতে পাবেননা বিনিয়োগকারীরা ৷ কিছু ক্ষেত্রে এই নতুন নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হবে ৷ এমআইএস (MIS) বা মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (TD)-এর টাকা নগদে পাবেন না বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এর বদলে সুদের টাকা সরসারি সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ৷ এই নতুন ও সংশোধিত নির্দেশিকা প্রত্যেকের জন্যই প্রযোজ্য ৷ তবে সুদের নিয়ম মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ক্ষেত্রে একই নিয়ম থাকছে ৷ প্রতীকী ছবি ৷
এর বদলে সুদের টাকা সরসারি সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ৷ এই নতুন ও সংশোধিত নির্দেশিকা প্রত্যেকের জন্যই প্রযোজ্য ৷ তবে সুদের নিয়ম মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ক্ষেত্রে একই নিয়ম থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
নয়া নিয়মে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে ২৫,০০০ টাকা তোলার ক্ষেত্রে কোনও বাড়তি টাকা গুণতে হবেনা ৷ তারপরে টাকা তুলতে হলে কমপক্ষে ২৫ টাকা মোট তোলা টাকার ০.৫ শতাংশ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
নয়া নিয়মে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে ২৫,০০০ টাকা তোলার ক্ষেত্রে কোনও বাড়তি টাকা গুণতে হবেনা ৷ তারপরে টাকা তুলতে হলে কমপক্ষে ২৫ টাকা মোট তোলা টাকার ০.৫ শতাংশ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
নতুন নিয়ম মেনে যদি গ্রাহকেরা মাসে ১০,০০০ টাকা করে তোলেন তবে কোনও চার্জ দিতে হবেনা ৷ এর থেকে বেশি টাকা জমা করেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিলে জমার ন্যূনতম চার্জ ২৫ টাকা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
নতুন নিয়ম মেনে যদি গ্রাহকেরা মাসে ১০,০০০ টাকা করে তোলেন তবে কোনও চার্জ দিতে হবেনা ৷ এর থেকে বেশি টাকা জমা করেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিলে জমার ন্যূনতম চার্জ ২৫ টাকা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement