মোবাইল থেকে DTH রিচার্জ! গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে হাজির পোস্ট অফিস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এছাড়া জিএসটি রিটার্ন, টিডিএস রিটার্নও দেওয়া যাবে ডাকঘর থেকে ৷
ভারতীয় ডাক বিভাগ পয়লা এপ্রিল ২০২০ থেকে উত্তরপ্রদেশে সাধারণ মানুষের জন্য একাধিক নতুন পরিষেবা চালু করতে চলেছে ৷ শুরুতে এই পরিষেবা কেবল উত্তরপ্রদেশের প্রধান ডাকঘরে মিলবে ৷ এরপর তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য ডাকঘরেও ৷ নতুন পরিষেবা শুরু হলে এবার থেকে প্রধান ডাকঘর থেকে বিদ্যুতের বিল, বিদ্যুতের নতুন কানেকশনের জন্য আবেদন, জলের কানেকশনের আবেদন করতে পারবেন ৷ এছাড়া জিএসটি রিটার্ন, টিডিএস রিটার্নও দেওয়া যাবে ডাকঘর থেকে ৷ বর্তমানে এই সমস্ত পরিষেবা CSC তে পাওয়া যেত ৷
advertisement
advertisement
advertisement