৫ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন? শুধু সুদই আসবে ১২ লক্ষ টাকার বেশি, পোস্ট অফিসের এই স্কিমই করবে ধনী
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Schemes: অবসরের সময়ে অনেকেরই হাতে একথোক টাকা আসে। সেটা বিনিয়োগ না করলে কয়েক বছরেই তহবিল শূন্য হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের মেয়াদই হল ৫ বছরের। পরে তা চাইলে আরও ৩ বছরের জন্য বাড়িয়ে নেওয়া যায়। ৬০ বছর বা ততোধিক বয়সের যে কোনও ভারতীয় নাগরিক এখানে বিনিয়োগ করতে পারেন। বেসামরিক খাতের স্বেচ্ছা অবসর নেওয়া কর্মী এবং প্রতিরক্ষা খাত থেকে অবসর নেওয়া কর্মীদের শর্তসাপেক্ষে বয়সে ছাড় পাওয়া যায়। টাকা জমা করার মেয়াদ শেষ হলে আরও ৩ বছর এই স্কিম চালানো যায়। বড় সুবিধা এই যে এতে ৮০সি-র অধীনে কর ছাড়ের সুবিধাও মেলে।
advertisement
এবার আসা যাক হিসাবে। কেউ যদি এই স্কিমে ৩০,০০,০০০ টাকা জমা করতে পারেন ৫ বছরের জন্য, সুদ পাবেন ৮.২ শতাংশ হারে। এই হিসেবে ৫ বছরে ১২,৩০,০০০ টাকা সুদ পাওয়া যাবে। প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা সুদ হিসাবে জমা করা হবে অ্যাকাউন্টে। এইভাবে, ৫ বছর পর ম্যাচুরিটি অ্যামাউন্ট হিসাবে মোট ৪২,৩০,০০০ টাকা পাওয়া যাবে।
advertisement