Post Office Schemes: ৫ লাখ টাকা বিনিয়োগ করে ঘরে আনুন ১৫ লাখ টাকা, দেখে নিন কী করতে হবে
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Post Office Schemes: পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম অনেকটাই ব্যাঙ্ক এফডি-র মতো। পোস্ট অফিস ১ থেকে ৫ বছরের জন্য টার্ম ডিপোজিট প্রদান করে।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে। পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করে ভাল রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম অনেকটাই ব্যাঙ্ক এফডি-র মতো। পোস্ট অফিস ১ থেকে ৫ বছরের জন্য টার্ম ডিপোজিট প্রদান করে। ব্যাঙ্ক এফডি-র মতো বিনিয়োগকারীরা নিশ্চিত রূপে রিটার্ন লাভ করেন পোস্ট অফিস টার্ম ডিপোজিটের মেয়াদের মাধ্যমে। এক বছর থেকে পাঁচ বছর ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৬.৯০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
পোস্ট অফিসের এফডি স্কিমে ৫ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে ৭,২৪,৯৭৪ টাকা পাওয়া যেতে পারে। পোস্ট অফিসের এফডি স্কিমে ১০ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে ১০,৫১,১৭৫ টাকা পাওয়া যেতে পারে। পোস্ট অফিসের এফডি স্কিমে ১৫ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে ১৫,২৪,১৪৯ টাকা পাওয়া যেতে পারে।
advertisement









