পোস্ট অফিসের এই স্কিমে করুন বিনিয়োগ, ফিক্সড ডিপোজিটের থেকেও কম সময়ে টাকা হবে দ্বিগুণ
Last Updated:
নিজের সঞ্চয় দ্রুত দ্বিগুণ হোক এটা সকলেই চায় ৷ আর বিনিয়োগের সবচেয়ে সরল মাধ্যম হিসেবে ব্যাঙ্ককেই বেছে নেয় সাধারণ মানুষ ৷ কিন্তু জানেন কি ব্যাঙ্কের থেকেও আরেক নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে মিলবে স্বল্প সময়ে জমা টাকার দ্বিগুণ ৷ এমনই কিছু স্কিম নিয়ে এসেছে ইন্ডিয়ান পোস্ট ৷ জনসংখ্যার সিংহভাগ মধ্যবিত্তকে ভারতীয় ডাকঘরের এরকমই বেশ কিছু স্কিমের টাকা জমার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ (Representative Image)
advertisement
advertisement
advertisement
বর্তমানে NSC স্কিমে বছরে ৮ শতাংশ হারে সুদ মেলে ৷ ৮ শতাংশ সুদের হিসেবে আপনি যদি এক লাখ টাকা NSC স্কিমে বিনিয়োগ করেন তাহলে ৯ বছরে তা দ্বিগুণ হয়ে যাবে ৷ ঠিক এই একই পরিমাণ টাকা যদি আপনি SBI-এর মতো বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন তাহলে তা দ্বিগুণ হতে ১০.৫ বছর সময় লাগবে ৷ (Representative Image)
advertisement
advertisement
advertisement