Post Office Hit Scheme: দারুণ খবর ! এই স্কিমের সুদ বাড়াল পোস্ট অফিস, ২ লাখ টাকা জমা করলে কত রিটার্ন মিলবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office Hit Scheme: পোস্ট অফিস ৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে সুদের হার ৭.৫% থেকে বাড়িয়ে ৭.৭% করেছে। এই নতুন হারে ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে কত টাকা মিলবে ? বুঝে নিন হিসেব ৷
পোস্ট অফিস তাদের সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে বেশ কয়েকটি বড় পরিবর্তন করেছে । পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিমের বিভিন্ন মেয়াদ অনুযায়ী যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলির সুদের হার পরিবর্তন করা হয়েছে। পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের মেয়াদের জন্য TD অ্যাকাউন্ট খোলা যায়। পোস্ট অফিস ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের TD স্কিমের সুদের হারে পরিবর্তন করেছে, তবে ১ বছরের TD স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে ৷
advertisement
advertisement
অন্যদিকে, ৫ বছরের TD স্কিমে সুদের হার বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে, যেখানে আগে এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হত।
পোস্ট অফিসের ১ বছরের TD-র সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি এবং আগের মতোই এই স্কিমে ৬.৯ শতাংশ সুদ পাওয়া যাবে।
অর্থাৎ এখন পোস্ট অফিসে ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত যে কোনও TD স্কিমে ৬.৯ শতাংশ হারে সুদ মিলবে।
advertisement
২ লাখ টাকা জমা রাখলে কত টাকা সুদ মিলবে ?
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD)-এ এখন ৭.৭ শতাংশ হারে সুদ মিলবে, যা আগে ছিল ৭.৫ শতাংশ। নতুন সুদের হার কার্যকর হওয়ার পরে যদি পোস্ট অফিসের ৫ বছরের TD স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ম্যাচিউরিটিতে মোট ২,৯২,৮৪৯ টাকা পাওয়া যাবে ৷ এর মধ্যে সুদ হিসেবে মিলবে ৯২,৮৪৯ টাকা।
advertisement