প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত বড় খবর, এরই মধ্যে এই কেন্দ্রীয় যোজনা শুরু না করে থাকলে এখনই বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
যাঁদের বয়স ৬০ বা তার বেশি সেই সমস্ত মানুষদের জন্য পিএম ব্যায় বন্দনা যোজনা (PM Vaya Vandana Yojana) শুরু করেছে ৷ এই যোজনার অন্তর্গত বার্ষিক ১,১১,০০০ টাকা (Senior Citizens Savings Scheme) পেনশন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
প্রধানমন্ত্রী ব্যায় বন্দনা যোজনা বয়স্কদের জীবনে আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্য শুরু হয়েছিল এই প্রকল্প ৷ এর সময় সীমা ৩১ মার্চ ২০২০ পর্যন্তক প্রথমের দিকে ছিল ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
এবার এটি মার্চ ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে ৷ নতুন অর্থবর্ষে এই এর মধ্যে বেশ কিছু পরিবর্তিত হচ্ছে ৷ এই যোজনার অন্তর্গত নাম নথিভুক্ত করতে গেলে বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে, সর্বাধিক বয়সের কোনও সীমা পরিসীমা নেই ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এই যোজনায় এক ব্যক্তি সর্বাধিক ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন ৷ এই স্কিম পরিচালনার দায়িত্ব এলআইসি (LIC)-কে দেওয়া হয়েছে ৷ এই যোজনার অন্তর্গত পেনশনের জন্য এককালীন টাকা বিনিয়োগ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
তারপরেই মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক রূপে পেনশন পেতে পারেন ৷ এই প্রকল্পের অন্তর্গত প্রতি মাসে ১,০০০ টাকার পেনশন পেতে গেলে এককালীন ১,৬২,১৬২ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
আর সর্বাধিক ৯,২৫০ টাকা পেনশন পেতে গেলে ২৭,৭৫০ টাকা, অর্ধবার্ষিক পেনশন ৫৫,৫০০ টাকা ও বার্ষিক পেনশন ১,১১,০০০ টাকা দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
PMVVY-এই প্রকল্প সম্পর্কে 022-67819281 বা 022-67819290 ডায়াল করতে পারেন ৷ এছাড়া টোল ফ্রি নম্বরে 1800-227-717 ডায়াল করুন ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
এই যোজনার সার্ভিস ট্যাক্স (Service Tax) ও জিএসটি (GST)-এ ছাড় দেওয়া হয়েছে ৷ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় গম্ভীর রোগ বা জীবনসঙ্গীর চিকিৎসার সময়ের আগেই টাকা তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনায় বিনিয়োগ করলে প্যান কার্ডে, ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এই যোজনায় বিশেষ সুবিধা হয়েছে ৷ পলিসির তিন বছর পরে PMVVY থেকে ঋণ পেতে পারেন ৷ সর্বাধিক লোন পাওয়া যেতে পারে ৭৫ শতাংশর থেকে বেশি পাওয়া সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
স্কিমের অন্যান্য স্কিমের মত সময় সুযোগ পাওয়া যাবেনা ৷ তবে করে ছাড় পাওয়া যাবে কেন্দ্রীয় এই প্রকল্পে ৷ প্রতীকী ছবি ৷