PM Surya Ghar Yojana: অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট...! ১ কোটি বাড়িতে Free বিদ্যুৎ...! বিরাট ঘোষণা মোদির! কারা পাবেন সুবিধা? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন পদ্ধতি

Last Updated:
PM Surya Ghar Yojana: ১ কোটি বাড়িতে বিনামূল্যে দেওয়া হবে ৩০০ ইউনিট বিদ্যুৎ। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন আরও একটি প্রকল্পের। জানুন কী এই প্রকল্প। কী ভাবে করবেন আবেদন। যোগ্য হতে গেলে কী করতে হবে আপনাকে?
1/13
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন বছরের উপহার। বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনাতে ঘরে ঘরে খুশির হাওয়া। কিন্তু জানেন কি কোন কোন পরিবারে দেওয়া হবে এই সুবিধা? পেতে চাইলে কী ভাবে আবেদন করবেন? যোগ্যতার মাপকাঠি ঠিক কী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন বছরের উপহার। বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনাতে ঘরে ঘরে খুশির হাওয়া। কিন্তু জানেন কি কোন কোন পরিবারে দেওয়া হবে এই সুবিধা? পেতে চাইলে কী ভাবে আবেদন করবেন? যোগ্যতার মাপকাঠি ঠিক কী।
advertisement
2/13
মঙ্গলবারই বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করে লেখেন, 'দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে PM Surya Ghar: Muft Bijli Yojana-র সূচনা করলাম।
মঙ্গলবারই বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে বিনামূল্যে ৩০০ ইউনিট সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করে লেখেন, 'দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে PM Surya Ghar: Muft Bijli Yojana-র সূচনা করলাম।
advertisement
3/13
এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যাতে ১ কোটি বাড়িতে আলো জ্বালানো যায়, প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়'।
এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যাতে ১ কোটি বাড়িতে আলো জ্বালানো যায়, প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়'।
advertisement
4/13
২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সৌর বিদ্যুতের ব্যবহারে উৎসাহ দিতেই লোকসভা নির্বাচনের আগেই নতুন প্রকল্প চালু করল নরেন্দ্র মোদি সরকার৷
২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সৌর বিদ্যুতের ব্যবহারে উৎসাহ দিতেই লোকসভা নির্বাচনের আগেই নতুন প্রকল্প চালু করল নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
5/13
নতুন এই প্রকল্পের নাম পিএম সূর্য ঘর৷ এই প্রকল্পে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকছে৷ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করে বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে যাবে৷
নতুন এই প্রকল্পের নাম পিএম সূর্য ঘর৷ এই প্রকল্পে মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকছে৷ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করে বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে যাবে৷
advertisement
6/13
এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের।
এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের।
advertisement
7/13
মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন, সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের। এই প্রকল্পের বাস্তবায়নে কর্মসংস্থান হবে যেমন, বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদি।
মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন, সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের। এই প্রকল্পের বাস্তবায়নে কর্মসংস্থান হবে যেমন, বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদি।
advertisement
8/13
'প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার' জন্য কী ভাবে আবেদন করবেন?কীভাবে নাম নথিভুক্ত করবেন?

https://pmsuryaghar.gov.in -পোর্টালে গিয়ে নিজের রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ই মেল আইডি ইত্যাদি জরুরি তথ্যগুলি দিন৷
'প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার' জন্য কী ভাবে আবেদন করবেন?কীভাবে নাম নথিভুক্ত করবেন? https://pmsuryaghar.gov.in -পোর্টালে গিয়ে নিজের রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ই মেল আইডি ইত্যাদি জরুরি তথ্যগুলি দিন৷
advertisement
9/13
ধাপে ধাপে করে ফেলুন এই কাজগুলি : ১) এরপর আপনার রাজ্য নির্বাচন করুন ৩) পরবর্তী ধাপে আপনার বিদ্যুৎ কোম্পানি নির্বাচন করুন ৪) এখানে আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর লিখুন ৫) এবার মোবাইল নম্বর লিখুন ৬) এই পর্বে ইমেইল আইডি দিন
ধাপে ধাপে করে ফেলুন এই কাজগুলি : ১) এরপর আপনার রাজ্য নির্বাচন করুন ৩) পরবর্তী ধাপে আপনার বিদ্যুৎ কোম্পানি নির্বাচন করুন ৪) এখানে আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর লিখুন ৫) এবার মোবাইল নম্বর লিখুন ৬) এই পর্বে ইমেইল আইডি দিন
advertisement
10/13
১) এবার পোর্টাল থেকে নির্দেশ অনুসরণ করুন ২) উপভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করুন- ফর্ম অনুযায়ী রুফটপ সোলারের জন্য আবেদন করুন ৩) DISCOM থেকে সম্ভাব্য অনুমোদনের জন্য অপেক্ষা করুন। একবার আপনি সম্ভাব্য অনুমোদন পেয়ে গেলে আপনার ডিসকমের নথিভুক্ত বিক্রেতাদের দ্বারা প্ল্যান্টটি ইনস্টল করুন।
১) এবার পোর্টাল থেকে নির্দেশ অনুসরণ করুন ২) উপভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করুন- ফর্ম অনুযায়ী রুফটপ সোলারের জন্য আবেদন করুন ৩) DISCOM থেকে সম্ভাব্য অনুমোদনের জন্য অপেক্ষা করুন। একবার আপনি সম্ভাব্য অনুমোদন পেয়ে গেলে আপনার ডিসকমের নথিভুক্ত বিক্রেতাদের দ্বারা প্ল্যান্টটি ইনস্টল করুন।
advertisement
11/13
ইনস্টলেশন শেষে প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন নেট মিটার ইনস্টল করার পরে ও ডিসকম দ্বারা পরিদর্শন করার পরে পোর্টাল থেকে একটি কমিশনিং শংসাপত্র তৈরি করবে
ইনস্টলেশন শেষে প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন নেট মিটার ইনস্টল করার পরে ও ডিসকম দ্বারা পরিদর্শন করার পরে পোর্টাল থেকে একটি কমিশনিং শংসাপত্র তৈরি করবে
advertisement
12/13
একবার আপনি কমিশনিং রিপোর্ট পান। পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। আপনি ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভর্তুকি পাবেন।
একবার আপনি কমিশনিং রিপোর্ট পান। পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। আপনি ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভর্তুকি পাবেন।
advertisement
13/13
এরপরেই দ্রুত এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত।
এরপরেই দ্রুত এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত।
advertisement
advertisement
advertisement