PM Kisan: এই দিনই দশম কিস্তির টাকা আসছে অ্যাকাউন্টে! নাম-Aadhaar সংক্রান্ত ভুল তথ্য আজই সঠিক করুন

Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: ভুলভ্রান্তি সঠিক না হলে কোনও টাকাই অ্যাকাউন্টে আসবেনা
1/10
পিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত দশম কিস্তির টাকা (10th installment of PM Kisan Samman Nidhi Yojana) পাওয়ার জন্য বহু কৃষকেরা অপেক্ষা করে আছেন ৷ খুব তাড়াতাড়ি দশম কিস্তির টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ প্রতীকী ছবি ৷
পিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত দশম কিস্তির টাকা (10th installment of PM Kisan Samman Nidhi Yojana) পাওয়ার জন্য বহু কৃষকেরা অপেক্ষা করে আছেন ৷ খুব তাড়াতাড়ি দশম কিস্তির টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা যাতে অ্যাকাউন্টে পাঠানো হয় তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে (Narendra Modi Government is taking initiative trying to transfer 10th installment's money under PM Kisan Samman Nidhi Yojana) ৷ মিডিয়া তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে দিনক্ষণও নির্ধারিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা যাতে অ্যাকাউন্টে পাঠানো হয় তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে (Narendra Modi Government is taking initiative trying to transfer 10th installment's money under PM Kisan Samman Nidhi Yojana) ৷ মিডিয়া তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে দিনক্ষণও নির্ধারিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
কেন্দ্রীয় সরকার ৩১ অক্টোবরের (October 31, 2021) মধ্যে যাতে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো (Money may be transfered into Farmers bank account) যায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকার ৩১ অক্টোবরের (October 31, 2021) মধ্যে যাতে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো (Money may be transfered into Farmers bank account) যায় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
কেন্দ্রীয় সরকার গত বছর অর্থাৎ ২০২০ সালে ২৫ ডিসেম্বরে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল (Central Government has sent 10th installment on December 25, 2020 in last year) ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকার গত বছর অর্থাৎ ২০২০ সালে ২৫ ডিসেম্বরে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল (Central Government has sent 10th installment on December 25, 2020 in last year) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে বছরে (Crore of Farmers are the beneficiary of PM Kisan Samman Nidhi Yojana) ৬,০০০ টাকা তিন কিস্তিতে অর্থাৎ ২,০০০ টাকা করে ট্রান্সফার করে থাকে ৷ এমন অনেকেই আছেন যাঁদের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করা হয়নি ৷ তাই তাঁদের নাম নতিভুক্ত করতে তিনটি পদক্ষেপ ফলো করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে বছরে (Crore of Farmers are the beneficiary of PM Kisan Samman Nidhi Yojana) ৬,০০০ টাকা তিন কিস্তিতে অর্থাৎ ২,০০০ টাকা করে ট্রান্সফার করে থাকে ৷ এমন অনেকেই আছেন যাঁদের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করা হয়নি ৷ তাই তাঁদের নাম নতিভুক্ত করতে তিনটি পদক্ষেপ ফলো করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
যে ভাবে ভুলভ্রান্তি হয়ে থাকে সেই কারণেই টাকা পাননা অনেকেই ৷ এই ভুলগুলি শুধরে নিতে হবে এখনই নয়তো এবারেও টাকা আসবেনা অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
যে ভাবে ভুলভ্রান্তি হয়ে থাকে সেই কারণেই টাকা পাননা অনেকেই ৷ এই ভুলগুলি শুধরে নিতে হবে এখনই নয়তো এবারেও টাকা আসবেনা অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
কৃষকদের নাম ইংরেজিতে লেখাটা জরুরি কিন্তু অনেকেই নাম হিন্দিতে লিখে থাকেন ৷ আবেদন করার সময়ে একটি বিষয় মনে রাখতে হবে কৃষকের নামের বানান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্ণিত নামের বানান যাতে একই হয় সেই বিষয় মাথায় রাখাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
কৃষকদের নাম ইংরেজিতে লেখাটা জরুরি কিন্তু অনেকেই নাম হিন্দিতে লিখে থাকেন ৷ আবেদন করার সময়ে একটি বিষয় মনে রাখতে হবে কৃষকের নামের বানান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্ণিত নামের বানান যাতে একই হয় সেই বিষয় মাথায় রাখাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
ব্যাঙ্কের আইএফএসসি কোড (IFSC Code of Bank Account) লেখার সময়ে কোও রকমের ভুলভ্রান্তি করলে একদমই চলবেনা ৷ অনেক সময়ে ঠিকানায় ভুল হয়ে থাকে কিন্তু গ্রামের নামের বানান ভুল লিখলে মোটেই চলবেনা ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্কের আইএফএসসি কোড (IFSC Code of Bank Account) লেখার সময়ে কোও রকমের ভুলভ্রান্তি করলে একদমই চলবেনা ৷ অনেক সময়ে ঠিকানায় ভুল হয়ে থাকে কিন্তু গ্রামের নামের বানান ভুল লিখলে মোটেই চলবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
এই সমস্ত ভুলভ্রান্তি আধার কার্ডের মাধ্যমে সংশোধন করতে হবে ভুলভ্রান্তি শুধরে না মিলে এবারও মিলবে না 2,000 টাকা ৷ প্রতীকী ছবি ৷
এই সমস্ত ভুলভ্রান্তি আধার কার্ডের মাধ্যমে সংশোধন করতে হবে ভুলভ্রান্তি শুধরে না মিলে এবারও মিলবে না 2,000 টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ভুল তথ্যের সংশোধন করতে হবে ৷ একটি লিঙ্ক ফরম্যাট দেখতে পাওয়া যাবে সেখানে, বেশ কয়েকটি অপশন মানলে ভুল তথ্য সঠিক করার সুযোগ থাকবে ৷ তারপরেই সমস্ত তথ্য যথাযথ প্রদান করতে হবে ৷ এরপরেই সংশোধন সম্ভব পিএম কিসান সম্মান নিধি যোজনার লভ্যার্থীর (Beneficiary of PM Kisan Samman Nidhi Yojana) ৷ প্রতীকী ছবি ৷
pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ভুল তথ্যের সংশোধন করতে হবে ৷ একটি লিঙ্ক ফরম্যাট দেখতে পাওয়া যাবে সেখানে, বেশ কয়েকটি অপশন মানলে ভুল তথ্য সঠিক করার সুযোগ থাকবে ৷ তারপরেই সমস্ত তথ্য যথাযথ প্রদান করতে হবে ৷ এরপরেই সংশোধন সম্ভব পিএম কিসান সম্মান নিধি যোজনার লভ্যার্থীর (Beneficiary of PM Kisan Samman Nidhi Yojana) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement