PM Kisan: পিএম কিষান যোজনা নিয়ে বড় ঘোষণা ! জেনে নিন সুবিধাভোগীদের কী করতে হবে

Last Updated:
PM Kisan: PM কিষান যোজনার ২০তম কিস্তির টাকা কবে আসবে, তা জানতে ও ₹২,০০০ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে ই-কেয়াইসি করা বাধ্যতামূলক। আধার OTP-র মাধ্যমে কীভাবে এটি করবেন, জেনে নিন ধাপে ধাপে।
1/10
দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কৃষকরা ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী কিস্তির টাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাওয়ার জন্য ই-কেরাইসি (e-KYC) সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কৃষকরা ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী কিস্তির টাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাওয়ার জন্য ই-কেরাইসি (e-KYC) সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
advertisement
2/10
প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan) প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ তিনটি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে প্রদান করা হয়। এই প্রকল্পটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে।
প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan) প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ তিনটি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে প্রদান করা হয়। এই প্রকল্পটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে।
advertisement
3/10
PM কিষান ২০তম কিস্তির তারিখ ২০২৫: কবে মিলবে পরবর্তী ২,০০০ টাকা ?প্রতি চার মাস অন্তর কিস্তির টাকা সরাসরি কৃষকেদর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ শেষ কিস্তির টাকা ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, ২০তম কিস্তির টাকা জুন মাসের শেষের দিকেই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।
PM কিষান ২০তম কিস্তির তারিখ ২০২৫: কবে মিলবে পরবর্তী ২,০০০ টাকা ?
প্রতি চার মাস অন্তর কিস্তির টাকা সরাসরি কৃষকেদর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ শেষ কিস্তির টাকা ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, ২০তম কিস্তির টাকা জুন মাসের শেষের দিকেই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/10
ই-কেয়াইসি কি বাধ্যতামূলক?আগামী কিস্তির টাকা পেতে ই-কেয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক। প্রকৃত উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছানো নিশ্চিত করতেই সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে।
ই-কেয়াইসি কি বাধ্যতামূলক?
আগামী কিস্তির টাকা পেতে ই-কেয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক। প্রকৃত উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছানো নিশ্চিত করতেই সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে।
advertisement
5/10
PM কিষান প্রকল্পের জন্য ই-কেয়াইসি করার পদ্ধতিকৃষকরা নীচের যে কোনও একটি চারটি পদ্ধতির মাধ্যমে ই-কেয়াইসি (e-KYC) করতে পারেন:
PM কিষান প্রকল্পের জন্য ই-কেয়াইসি করার পদ্ধতি
কৃষকরা নীচের যে কোনও একটি চারটি পদ্ধতির মাধ্যমে ই-কেয়াইসি (e-KYC) করতে পারেন:
advertisement
6/10
ওটিপি-ভিত্তিক ই-কেয়াইসিPM কিষান পোর্টাল এবং মোবাইল অ্যাপে এই পদ্ধতি উপলব্ধ।
ওটিপি-ভিত্তিক ই-কেয়াইসি
PM কিষান পোর্টাল এবং মোবাইল অ্যাপে এই পদ্ধতি উপলব্ধ।
advertisement
7/10
বায়োমেট্রিক-ভিত্তিক ই-কেয়াইসিকমন সার্ভিস সেন্টার (CSC) এবং রাজ্য সেবা কেন্দ্র (SSK)-এ এই পদ্ধতি উপলব্ধ।
বায়োমেট্রিক-ভিত্তিক ই-কেয়াইসি
কমন সার্ভিস সেন্টার (CSC) এবং রাজ্য সেবা কেন্দ্র (SSK)-এ এই পদ্ধতি উপলব্ধ।
advertisement
8/10
Face Authentication ভিত্তিক ই-কেয়াইসিPM কিষান মোবাইল অ্যাপের মাধ্যমে এই পদ্ধতি উপলব্ধ, যা বিশেষভাবে উপকারি যাঁদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সুবিধা নেই।
Face Authentication ভিত্তিক ই-কেয়াইসি
PM কিষান মোবাইল অ্যাপের মাধ্যমে এই পদ্ধতি উপলব্ধ, যা বিশেষভাবে উপকারি যাঁদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার সুবিধা নেই।
advertisement
9/10
PM কিষান সম্মান নিধি যোজনার জন্য আধার-ভিত্তিক ওটিপি ই-কেয়াইসি সম্পূর্ণ করার স্টেপধাপ ১: সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in

ধাপ ২: ডান দিকের উপরের কোণে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: আপনার আধার নম্বর লিখুন।

ধাপ ৪: আধার-সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) জমা দিন।

ধাপ ৫: ওটিপি যাচাই সফল হলে ই-কেরাইসি সম্পূর্ণ হবে।
PM কিষান সম্মান নিধি যোজনার জন্য আধার-ভিত্তিক ওটিপি ই-কেয়াইসি সম্পূর্ণ করার স্টেপ
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in
ধাপ ২: ডান দিকের উপরের কোণে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার আধার নম্বর লিখুন।
ধাপ ৪: আধার-সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) জমা দিন।
ধাপ ৫: ওটিপি যাচাই সফল হলে ই-কেরাইসি সম্পূর্ণ হবে।
advertisement
10/10
ফেস অথেন্টিকেশন ই-কেয়াইসি (মোবাইল অ্যাপ) সম্পূর্ণ করার পদ্ধতিধাপ ১: Google Play Store থেকে PM-Kisan মোবাইল অ্যাপ এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন।

ধাপ ২: PM Kisan অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।

ধাপ ৩: ‘Beneficiary Status’ (উপভোক্তার স্থিতি) বিভাগে যান।

ধাপ ৪: যদি e-KYC স্টেটাস “No” দেখায়, তাহলে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৫: আপনার আধার নম্বর লিখে মুখ স্ক্যান করার জন্য সম্মতি দিন।

ধাপ ৬: মুখ স্ক্যান সফল হলে, ই-কেরাইসি সম্পূর্ণ হিসেবে চিহ্নিত হবে।
ফেস অথেন্টিকেশন ই-কেয়াইসি (মোবাইল অ্যাপ) সম্পূর্ণ করার পদ্ধতি
ধাপ ১: Google Play Store থেকে PM-Kisan মোবাইল অ্যাপ এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন।
ধাপ ২: PM Kisan অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।
ধাপ ৩: ‘Beneficiary Status’ (উপভোক্তার স্থিতি) বিভাগে যান।
ধাপ ৪: যদি e-KYC স্টেটাস “No” দেখায়, তাহলে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার আধার নম্বর লিখে মুখ স্ক্যান করার জন্য সম্মতি দিন।
ধাপ ৬: মুখ স্ক্যান সফল হলে, ই-কেরাইসি সম্পূর্ণ হিসেবে চিহ্নিত হবে।
advertisement
advertisement
advertisement