PM Kisan: পিএম কিষান যোজনা নিয়ে বড় ঘোষণা ! জেনে নিন সুবিধাভোগীদের কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: PM কিষান যোজনার ২০তম কিস্তির টাকা কবে আসবে, তা জানতে ও ₹২,০০০ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে ই-কেয়াইসি করা বাধ্যতামূলক। আধার OTP-র মাধ্যমে কীভাবে এটি করবেন, জেনে নিন ধাপে ধাপে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
PM কিষান সম্মান নিধি যোজনার জন্য আধার-ভিত্তিক ওটিপি ই-কেয়াইসি সম্পূর্ণ করার স্টেপ
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in
ধাপ ২: ডান দিকের উপরের কোণে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার আধার নম্বর লিখুন।
ধাপ ৪: আধার-সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) জমা দিন।
ধাপ ৫: ওটিপি যাচাই সফল হলে ই-কেরাইসি সম্পূর্ণ হবে।
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in
ধাপ ২: ডান দিকের উপরের কোণে থাকা ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার আধার নম্বর লিখুন।
ধাপ ৪: আধার-সংযুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) জমা দিন।
ধাপ ৫: ওটিপি যাচাই সফল হলে ই-কেরাইসি সম্পূর্ণ হবে।
advertisement
ফেস অথেন্টিকেশন ই-কেয়াইসি (মোবাইল অ্যাপ) সম্পূর্ণ করার পদ্ধতি
ধাপ ১: Google Play Store থেকে PM-Kisan মোবাইল অ্যাপ এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন।
ধাপ ২: PM Kisan অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।
ধাপ ৩: ‘Beneficiary Status’ (উপভোক্তার স্থিতি) বিভাগে যান।
ধাপ ৪: যদি e-KYC স্টেটাস “No” দেখায়, তাহলে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার আধার নম্বর লিখে মুখ স্ক্যান করার জন্য সম্মতি দিন।
ধাপ ৬: মুখ স্ক্যান সফল হলে, ই-কেরাইসি সম্পূর্ণ হিসেবে চিহ্নিত হবে।
ধাপ ১: Google Play Store থেকে PM-Kisan মোবাইল অ্যাপ এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন।
ধাপ ২: PM Kisan অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।
ধাপ ৩: ‘Beneficiary Status’ (উপভোক্তার স্থিতি) বিভাগে যান।
ধাপ ৪: যদি e-KYC স্টেটাস “No” দেখায়, তাহলে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার আধার নম্বর লিখে মুখ স্ক্যান করার জন্য সম্মতি দিন।
ধাপ ৬: মুখ স্ক্যান সফল হলে, ই-কেরাইসি সম্পূর্ণ হিসেবে চিহ্নিত হবে।