SBI Home Loan: SBI থেকে ৪০ লাখ টাকার হোম লোনের জন্য বেতন কত হতে হবে ? কত EMI দিতে হবে, দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SBI Home Loan Calculator: SBI থেকে ৪০ লাখ টাকার হোম লোন নিতে চান? জেনে নিন কত বেতন দরকার, কত EMI দিতে হবে, সুদের হার এবং লোন পাওয়ার যোগ্যতার সমস্ত তথ্য।
advertisement
advertisement
সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর বেশি হলে, কম সুদের হারে ঋণ পাওয়া যায়। সাধারণত সিবিল স্কোর ৩০০ থেকে ৯০০ পয়েন্টের মধ্যে গণনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, গ্রাহকের সিবিল স্কোর যদি কমপক্ষে ৭৫০-এর উপরে হয়, তাহলে তিনি সহজেই ঋণ পেতে পারেন। এবং ব্যাঙ্কগুলিও প্রাথমিক সুদের হারে ঋণ অফার করে। সিবিল স্কোর উন্নত করতে, গ্রাহককে আর্থিক লেনদেন এবং অর্থ প্রদানের ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। সিবিল স্কোর খারাপ হলে লোন পাওয়ার সম্ভাবনা কম, পেলেও সুদের হার বেশি হবে।
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৪০ লাখ টাকার হোম লোন নেওয়ার জন্য তার মাসিক বেতন ন্যূনতম ৫৯,০০০ টাকা হতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ক্যালকুলেশন করা হয়েছে প্রতি বছরে ৮.০০ শতাংশ সুদের হারে। এই সুদের হার বেড়ে গেলে মাসিক কিস্তিও অনেকটাই বেড়ে যাবে। এটাও মনে রাখতে হবে যে, আগে থেকে যেন কোনও ধরনের লোন চালু না থাকে।
advertisement
advertisement
