গাড়ির কেনার পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে আপনার বেতন কত হওয়া উচিত ? দেখে নিন হিসেব

Last Updated:
তবে গাড়ি কেনার জন্য পকেটের জোরও থাকা চাই। কারণ গাড়ি কেনার খরচের সঙ্গে থাকে অতিরিক্ত খরচও।
1/8
সম্পত্তি ক্রয়ের মতো গাড়ি ক্রয়ও কিন্তু বড় কেনাকাটারই অংশ। একটা বড়সড় অঙ্কের টাকা লাগে এই গাড়ি কেনার জন্য। যাঁরা আরাম করে নিজের গন্তব্যে পৌঁছতে যান, তাঁরা চার চাকার গাড়ি কিনে নেন। এর ফলে পাবলিক ট্রান্সপোর্টের ভিড় সহ্য করতে হয় না।
সম্পত্তি ক্রয়ের মতো গাড়ি ক্রয়ও কিন্তু বড় কেনাকাটারই অংশ। একটা বড়সড় অঙ্কের টাকা লাগে এই গাড়ি কেনার জন্য। যাঁরা আরাম করে নিজের গন্তব্যে পৌঁছতে যান, তাঁরা চার চাকার গাড়ি কিনে নেন। এর ফলে পাবলিক ট্রান্সপোর্টের ভিড় সহ্য করতে হয় না।
advertisement
2/8
এছাড়া গাড়ি কারওর সামাজিক এবং আর্থিক অবস্থানের পরিচায়কও বটে! তবে গাড়ি কেনার জন্য পকেটের জোরও থাকা চাই। কারণ গাড়ি কেনার খরচের সঙ্গে থাকে অতিরিক্ত খরচও। এর মধ্যে অন্যতম হল - গাড়ির ইনস্যুরেন্স। তাই পকেটের জোর বুঝে তবেই গাড়ি কেনা উচিত।
এছাড়া গাড়ি কারওর সামাজিক এবং আর্থিক অবস্থানের পরিচায়কও বটে! তবে গাড়ি কেনার জন্য পকেটের জোরও থাকা চাই। কারণ গাড়ি কেনার খরচের সঙ্গে থাকে অতিরিক্ত খরচও। এর মধ্যে অন্যতম হল - গাড়ির ইনস্যুরেন্স। তাই পকেটের জোর বুঝে তবেই গাড়ি কেনা উচিত।
advertisement
3/8
প্রধান নিয়ম:মাথায় রাখা উচিত যে, অর্ধেকের বেশি বার্ষিক আয় যেন গাড়ির পিছনে না চলে যায়। ধরা যাক, একজনের আয় ১০ লক্ষ টাকা। ফলে গাড়ির বাজেট রাখা উচিত ৫ লক্ষ টাকা। গাড়ির অন-রোড প্রাইস সব সময় বিবেচনা করা উচিত। কারণ চূড়ান্ত মূল্যের আওতায় থাকবে আরও নানা বিষয়ের মূল্য।
প্রধান নিয়ম:মাথায় রাখা উচিত যে, অর্ধেকের বেশি বার্ষিক আয় যেন গাড়ির পিছনে না চলে যায়। ধরা যাক, একজনের আয় ১০ লক্ষ টাকা। ফলে গাড়ির বাজেট রাখা উচিত ৫ লক্ষ টাকা। গাড়ির অন-রোড প্রাইস সব সময় বিবেচনা করা উচিত। কারণ চূড়ান্ত মূল্যের আওতায় থাকবে আরও নানা বিষয়ের মূল্য।
advertisement
4/8
এর মধ্যে অন্যতম হল রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন চার্জ এবং ইনস্যুরেন্স প্রিমিয়াম। ফলে এটা এক্স-শোরুম প্রাইসের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি হয়।
এর মধ্যে অন্যতম হল রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন চার্জ এবং ইনস্যুরেন্স প্রিমিয়াম। ফলে এটা এক্স-শোরুম প্রাইসের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি হয়।
advertisement
5/8
মাথায় রাখতে হবে ২০/৪/১০-এর নীতি। অর্থাৎ গাড়ির দামের ২০ শতাংশ ডাউন পেমেন্টের জন্য রাখতে হবে। আর গাড়ির লোন এমন ভাবে নিতে হবে, যাতে সেটা ৪ বছরের বেশি যেন টানতে না হয়। গাড়ির পেমেন্ট মাসিক বেতনের ১০ শতাংশ পর্যন্ত হওয়া উচিত। গাড়ির পেমেন্টের আওতায় পড়বে ইএমআই এবং গাড়ির ইনস্যুরেন্স খরচ।
মাথায় রাখতে হবে ২০/৪/১০-এর নীতি। অর্থাৎ গাড়ির দামের ২০ শতাংশ ডাউন পেমেন্টের জন্য রাখতে হবে। আর গাড়ির লোন এমন ভাবে নিতে হবে, যাতে সেটা ৪ বছরের বেশি যেন টানতে না হয়। গাড়ির পেমেন্ট মাসিক বেতনের ১০ শতাংশ পর্যন্ত হওয়া উচিত। গাড়ির পেমেন্টের আওতায় পড়বে ইএমআই এবং গাড়ির ইনস্যুরেন্স খরচ।
advertisement
6/8
আসলে লোনের মেয়াদ বৃদ্ধির অর্থ হল সুদের হারেও বৃদ্ধি। আরও একটা জিনিস মাথায় রাখা উচিত যে, গাড়ি কিনে শোরুমের বাইরে বেরোলেই তার মূল্য ৫ শতাংশ মতো কমে যায়। আর কেনার ৫ বছরের মধ্যে সেই মূল্য প্রায় ৪৫ শতাংশ কমে যায়। যেটা গাড়ির ক্রয়মূল্যের অর্ধেক।
আসলে লোনের মেয়াদ বৃদ্ধির অর্থ হল সুদের হারেও বৃদ্ধি। আরও একটা জিনিস মাথায় রাখা উচিত যে, গাড়ি কিনে শোরুমের বাইরে বেরোলেই তার মূল্য ৫ শতাংশ মতো কমে যায়। আর কেনার ৫ বছরের মধ্যে সেই মূল্য প্রায় ৪৫ শতাংশ কমে যায়। যেটা গাড়ির ক্রয়মূল্যের অর্ধেক।
advertisement
7/8
নেগেটিভ কম্পাউন্ডিং এড়িয়ে চলা ভাললোন পাচ্ছেন বলেই যে সেটা পরিশোধ করার সামর্থ্য রয়েছে, এমনটা একেবারেই নয়। তাই গাড়ির বাজেট বাড়ালে কিন্তু তা নেগেটিভ কম্পাউন্ডিংয়ের সমান। ধরা যাক, একজন ২৫ লক্ষ টাকা কার লোন পাচ্ছেন, তা বলে ওই পুরো টাকাটা দিয়েই যে সেটা কিনতে হবে, এর কোনও মানে নেই। কার লোনের পরিমাণ বাড়লে বেশি হারে সুদও গুনতে হবে।
নেগেটিভ কম্পাউন্ডিং এড়িয়ে চলা ভাললোন পাচ্ছেন বলেই যে সেটা পরিশোধ করার সামর্থ্য রয়েছে, এমনটা একেবারেই নয়। তাই গাড়ির বাজেট বাড়ালে কিন্তু তা নেগেটিভ কম্পাউন্ডিংয়ের সমান। ধরা যাক, একজন ২৫ লক্ষ টাকা কার লোন পাচ্ছেন, তা বলে ওই পুরো টাকাটা দিয়েই যে সেটা কিনতে হবে, এর কোনও মানে নেই। কার লোনের পরিমাণ বাড়লে বেশি হারে সুদও গুনতে হবে।
advertisement
8/8
সঞ্চয় নেই, গাড়ি নেই:এটা নিশ্চিত করা আবশ্যক যে, গাড়ির ইএমআই-এর তুলনায় সঞ্চয় বেশি করতে হবে। তাই গাড়ির ইএমআই হওয়া উচিত সেভিংস বা সঞ্চয়ের মাত্র ১০ শতাংশ। যদি সেটা করা সম্ভব না হয়, তাহলে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করাই শ্রেয়।
সঞ্চয় নেই, গাড়ি নেই:এটা নিশ্চিত করা আবশ্যক যে, গাড়ির ইএমআই-এর তুলনায় সঞ্চয় বেশি করতে হবে। তাই গাড়ির ইএমআই হওয়া উচিত সেভিংস বা সঞ্চয়ের মাত্র ১০ শতাংশ। যদি সেটা করা সম্ভব না হয়, তাহলে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করাই শ্রেয়।
advertisement
advertisement
advertisement