আপনি শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছেন? অপ্রত্যাশিত জরিমানা এড়াতে মাথায় রাখুন এই ৬টি নিয়ম
- Published by:Tias Banerjee
Last Updated:
অ্যাকাউন্ট বন্ধের আগে ন্যূনতম ব্যালান্স, নেতিবাচক ব্যালান্স, ডেবিট কার্ড ফি, অটো-ডেবিট, ক্লোজার ফি-সহ ছয়টি বিষয় খেয়াল না রাখলে জরিমানা ও বকেয়ার ঝুঁকি থাকে। জানুন বিশদে।
advertisement
advertisement
১. ন্যূনতম ব্যালান্স জরিমানার হিসেব মিলিয়ে নিন: দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টে মাসে মাসে ন্যূনতম ব্যালান্স না রাখার জরিমানা কাটা হতে পারে—সাধারণত ৫০০ থেকে ১,০০০ টাকা। অ্যাকাউন্ট বন্ধের আগে ব্যাঙ্ক প্রথমেই এই জরিমানা সমন্বয় করে নেয়। তাই গত তিন মাসের স্টেটমেন্ট ডাউনলোড করে দেখে নিন কোনও কাটতি হয়েছে কি না।
advertisement
২. অ্যাকাউন্টে নেতিবাচক ব্যালান্স আছে কি না পরীক্ষা করুন: পুরনো অ্যাকাউন্টে অজান্তেই জমে থাকতে পারে এসএমএস চার্জ, ডেবিট কার্ডের বার্ষিক ফি, বা চেকবইয়ের খরচ। এগুলির কারণে ব্যালান্স নেতিবাচক হলে অ্যাকাউন্ট বন্ধ করার আগে সেই টাকা শোধ করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপ থেকে ব্যালান্স দেখে নিন।
advertisement
advertisement
advertisement






