ফ্ল্যাট বা বাড়ি কেনার প্ল্যান করছেন? তবে চোখ রাখুন সুদের হারে-কোন ব্যাঙ্কে কত হোম লোন সুদ? জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন কমবেশি সবারই থাকে। কিন্তু লাগাতার মূল্যবৃদ্ধির বাজারে সেই স্বপ্ন বাস্তবায়ন করা মধ্যবিত্তের কাছে ক্রমশই কঠিন হয়ে উঠছে।
নিজের বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন কমবেশি সবারই থাকে। কিন্তু লাগাতার মূল্যবৃদ্ধির বাজারে সেই স্বপ্ন বাস্তবায়ন করা মধ্যবিত্তের কাছে ক্রমশই কঠিন হয়ে উঠছে। পছন্দের ফ্ল্যাট মিললেও শুরু হয় নতুন চিন্তা—ব্যাঙ্ক লোন কীভাবে পাওয়া যাবে, কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নিলে ইএমআই তুলনামূলক কম পড়বে। ফলে বাড়ি কেনার সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে যায় দীর্ঘ হিসেব–নিকেশ।
advertisement
ভারতীয় সমাজে বাড়ি বা ফ্ল্যাট কেনাকে এখনও আর্থিক সাফল্যের অন্যতম মাপকাঠি হিসেবে দেখা হয়। সেই কারণেই কেরিয়ার শুরুর কয়েক বছরের মধ্যেই বহু তরুণ-তরুণী বা নবদম্পতি হোম লোন নেওয়ার দিকে ঝোঁকেন। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি বহু ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (NBFC) হোম লোন দেয়। তাই ঋণ পাওয়া তুলনামূলক সহজ হলেও, সঠিক সংস্থা বেছে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









