চাকুরিজীবীদের জন্য সুখবর! মাত্র ৩দিনে তুলতে পারবেন PF এর পুরো টাকা

Last Updated:
বর্তমানে আপনি পিএফ-এর টাকা অনলাইন ও অফলাইন দু’ভাবেই তুলতে পারবেন ৷ তবে অনলাইনে আপাতত ৩০ দিন সময় লাগে ৷
1/5
চাকুরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে এল EPFO ৷ শীঘ্রই তিন দিনের মধ্যে PF এর সেটেলমেন্ট করতে চলেছে ইপিএফও ৷ অথার্ৎ মাত্র তিনদের মধ্যে আপনি পিএফ-এ জমানো টাকা তুলে নিতে পারবেন ৷ এর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷ শীঘ্রই ই-ইন্সপেকশন প্রক্রিয়া শুরু করা হবে ৷ এর জেরে সময় লাগবে কম এবং পিএফ-এর টাকা সহজেই তুলতে পারবেন ৷
চাকুরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে এল EPFO ৷ শীঘ্রই তিন দিনের মধ্যে PF এর সেটেলমেন্ট করতে চলেছে ইপিএফও ৷ অথার্ৎ মাত্র তিনদের মধ্যে আপনি পিএফ-এ জমানো টাকা তুলে নিতে পারবেন ৷ এর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷ শীঘ্রই ই-ইন্সপেকশন প্রক্রিয়া শুরু করা হবে ৷ এর জেরে সময় লাগবে কম এবং পিএফ-এর টাকা সহজেই তুলতে পারবেন ৷
advertisement
2/5
বর্তমানে আপনি পিএফ-এর টাকা অনলাইন ও অফলাইন দু’ভাবেই তুলতে পারবেন ৷ তবে অনলাইনে আপাতত ৩০ দিন সময় লাগে ৷ ফলে নতুন পদক্ষেপে অনেকটাই সুবিধা হতে চলেছে চাকুরিজীবীদের জন্য ৷
বর্তমানে আপনি পিএফ-এর টাকা অনলাইন ও অফলাইন দু’ভাবেই তুলতে পারবেন ৷ তবে অনলাইনে আপাতত ৩০ দিন সময় লাগে ৷ ফলে নতুন পদক্ষেপে অনেকটাই সুবিধা হতে চলেছে চাকুরিজীবীদের জন্য ৷
advertisement
3/5
এই মুহূর্তে নম্বরের সমস্যায় বেশ কিছু কর্মচারীদের UAN নম্বর জেনারেট করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ৷ এর জেরে ইপিএফও কর্মচারী ডেটাবেসের মাধ্যমে বিকল্প ব্যবস্থা আনার বিষয়ে পর্যালোচনা করছে ৷
এই মুহূর্তে নম্বরের সমস্যায় বেশ কিছু কর্মচারীদের UAN নম্বর জেনারেট করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ৷ এর জেরে ইপিএফও কর্মচারী ডেটাবেসের মাধ্যমে বিকল্প ব্যবস্থা আনার বিষয়ে পর্যালোচনা করছে ৷
advertisement
4/5
নতুন পদক্ষেপে UAN আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে ও রেজিষ্টা৪ড মোবাইল নম্বর থাকলে তিনদিনেই পিএফএর টাকা তোলা যাবে সহজেই ৷
নতুন পদক্ষেপে UAN আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে ও রেজিষ্টা৪ড মোবাইল নম্বর থাকলে তিনদিনেই পিএফএর টাকা তোলা যাবে সহজেই ৷
advertisement
5/5
কীভাবে টাকা তুলবে ? প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে গিয়ে UAN নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা কোর্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ৷ এরপর ম্যানেজ ট্যাবে কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আধার, প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা রয়েছে কিনা ৷ এরপর অনলাইন পরিষেবায় যেতে হবে ৷ এরপর ক্লেম অপশনে ক্লিক করতে হবে ৷ স্ক্রিনে মেম্বর ডিটেল, কেওয়াইসি ডিটেল দেখা যাবে এবং  ক্লেম ফর্ম সাবমিট করার জন্য প্রসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করতে হবে ৷
কীভাবে টাকা তুলবে ? প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে গিয়ে UAN নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা কোর্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ৷ এরপর ম্যানেজ ট্যাবে কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আধার, প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা রয়েছে কিনা ৷ এরপর অনলাইন পরিষেবায় যেতে হবে ৷ এরপর ক্লেম অপশনে ক্লিক করতে হবে ৷ স্ক্রিনে মেম্বর ডিটেল, কেওয়াইসি ডিটেল দেখা যাবে এবং ক্লেম ফর্ম সাবমিট করার জন্য প্রসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করতে হবে ৷
advertisement
advertisement
advertisement