আরও সমস্যায় সাধারণ মানুষ! ফের দাম বাড়ল পেট্রোলের...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় তেলের দাম ৷
advertisement
কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এক নজরে দিল্লি- পেট্রোল ৮১.০০টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা মুম্বই- পেট্রোল ৮৭.৬৮ টাকা, ডিজেল ৮০.১১ টাকা কলকাতা- পেট্রোল ৮২.৫৩ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকা চেন্নাই- পেট্রোল ৮৪.০৯ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা নয়ডা- পেট্রোল ৮১.৫৩ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৭৯.১৮ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা লখনউ- পেট্রোল ৮১.৪৩ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা পটনা- পেট্রোল ৮৩.৬৮ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা জয়পুর-পেট্রোল ৮৮.১৪ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা
advertisement
advertisement
এর পাশাপাশি একটি এসএমএস-এর মাধ্যমে যে কোনও ব্যক্তি তাদের শহরের পেট্রোল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP<ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE<ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম ৷