Petrol-Diesel Price Today: কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি, ১ লিটারের দাম বেড়ে হল ১০০. ২৩ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চলতি বছরে এখনও পর্যন্ত পেট্রোলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর জেরে দেশের প্রায় ১০-এর বেশি রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
৪মে-র পর থেকে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ চলতি বছরে এখনও পর্যন্ত পেট্রোলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর জেরে দেশের প্রায় ১০-এর বেশি রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই ১১ টি রাজ্যের মধ্যে সামিল রয়েছে রাজস্থান, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু ও লাদাখ ৷ দেশের মধ্যে রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷
advertisement
দেখে নিন ৭জুলাই পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ১০০.২১ টাকা, ডিজেল ৮৯.৫৩ টাকা, মুম্বই- পেট্রোল ১০৬.২৭ টাকা, ডিজেল ৯৭.০৮ টাকা, চেন্নাই- পেট্রোল ১০১.১ টাকা, ডিজেল ৯৪.০৮ টাকা, কলকাতা- পেট্রোল ১০০.২৩ টাকা, ডিজেল ৯২.৪৪ টাকা, জয়পুর- পেট্রোল ১০৬.৯৯ টাকা, ডিজেল ৯৮.৬৪ টাকা, লখনউ- পেট্রোল ৯৭.৩৪ টাকা, ডিজেল ৮৯.৯২ টাকা, পটনা- পেট্রোল ১০২.৩৬ টাকা, ডিজেল ৯৪.৯৩ টাকা, নয়ডা- পেট্রোল ৯৭.৪৫ টাকা, ডিজেল ৯০.০০ টাকা
advertisement
advertisement