গত তিন দশকে সর্বোচ্চ হারে কমল তেলের দাম, দেখে নিন আপনার শহরে পেট্রোলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ বছরে সবচেয়ে কম। তেলের উৎপাদনও বাড়িয়েছে সৌদি আরব।
উৎপাদন ও দাম নিয়ে সৌদি আরব বনাম রাশিয়ার তেল 'যুদ্ধের' জের, গত তিন দশকে সর্বোচ্চ হারে কমল তেলের দাম। অপরিশোধিত তেলের দাম কমল প্রায় একত্রিশ শতাংশ। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ বছরে সবচেয়ে কম। তেলের উৎপাদনও বাড়িয়েছে সৌদি আরব। সৌদি আরব উৎপাদন বাড়ানোয় তেলের দাম কমেছে। তবে ভারতের বাজারে এর কতটা প্রভাব পড়বে, কতটা সুরাহা মিলবে আম আদমির, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
advertisement
পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা স্বস্তিতে রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। কলকাতায় পেট্রোলের দাম -------------------------- রবিবার - ৭৩ টাকা ৪৫ পয়সা/লিটার সোমবার - ৭৩ টাকা ২২ পয়সা/লিটার ------------------------------- দাম কমেছে - ২৩ পয়সা/লিটার কলকাতায় ডিজেলের দাম -------------------------- রবিবার - ৬৫ টাকা ৭৯ পয়সা/লিটার সোমবার - ৬৫ টাকা ৫৪ পয়সা/লিটার ------------------------------- দাম কমেছে - ২৫ পয়সা/লিটার