সাধারণের জন্য স্বস্তির বার্তা, পেট্রোলের বাড়তে থাকা দামে লাগল ব্রেক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন এক নজরে কোন শহরে এদিন কত পেট্রোল ও ডিজেলের দাম-
গত কয়েক দিন লাগাতার দাম বেড়েছে পেট্রোলের ৷ তবে বুধবারের পর বৃহস্পতিবারও পেট্রোলের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন পেট্রোল ও ডিজেল-দুইয়ের দাম অপরিবর্তিত রয়েছে ৷ গত ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ১.৬ টাকা ৷ অর্থাৎ তিন মাসে প্রায় ১১ টাকা প্রতি লিটারে দাম বেড়েছে পেট্রোলের ৷
advertisement
advertisement
advertisement
দেখে নিন এক নজরে কোন শহরে এদিন কত টাকা পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি- পেট্রোল ৮২.০৮ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা মুম্বই- পেট্রোল ৮৮.৭৩ টাকা, ডিজেল ৮০.১১ টাকা কলকাতা- পেট্রোল ৮৩.৫৭ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকা চেন্নাই- পেট্রোল ৮৫.০৪ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা নয়ডা- পেট্রোল ৮২.৩৬ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা লখনউ- পেট্রোল ৮২.২৬ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৮০.২৩ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকা পটনা- পেট্রোল ৮৪.৬৪ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকা জয়পুর- পেট্রোল ৮৯.২৯ টাকা, ডিজেল ৮২.৬২ টাকা