সস্তায় গাড়িতে ভরিয়ে নিন পুরো তেল, দেখে নিন কত টাকা কমল পেট্রোল-ডিজেলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম
রবিবার নিয়ে লাগাতার ৫দিন তেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ মূল্যবৃদ্ধির এই বাজারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দেশের আম জনতা ৷ দেশের রাজধানী-সহ সমস্ত রাজ্যে এদিন তেলের দাম স্থির রয়েছে ৷ আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে ৷ বর্তমানে ৭১ ডলার প্রতি ব্যারেল থেকে দাম কমে হয়েছে ৬৪ ডলার প্রতি ব্যারেল ৷
advertisement
মার্চে পেট্রোল ও ডিজেলের দাম তিনবার কমানো হয়েছে ৷ ২৪ মার্চ পেট্রোলের দাম ১৮ পয়সা, ডিজেলের দাম ১৭ পয়সা কম করা হয়েছে ৷ ২৫ মার্চ ডিজেলের দাম ২০ পয়সা, পেট্রোল ২১ পয়সা সস্তা হয়েছে ৷ ৩০ মার্চ পেট্রোল ২২ পয়সা ও ডিজেল ২৩ পয়সা প্রতি লিটার সস্তা হয়েছে ৷ অর্থাৎ মার্চে পেট্রোলের দাম লিটার প্রতি মোট ৬১ পয়সা কমেছে ৷
advertisement
দেখে নিন কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯০.৫৬ টাকা, ডিজেল ৮০.৮৭ টাকা মুম্বই- পেট্রোল ৯৬.৯৮ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকা চেন্নাই- পেট্রোল ৯২.৫৮ টাকা, ডিজেল ৮৫.৮৮ টাকা কলকাতা- পেট্রোল ৯০.৭৭ টাকা, ডিজেল ৮৩.৭৫ টাকা নয়ডা- পেট্রোল ৮৮.৯১ টাকা, ডিজেল ৮১.৩৩ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৫৯ টাকা, ডিজেল ৮৫.৭৫ টাকা ভোপাল- পেট্রোল ৯৮.৫৮ টাকা, ডিজেল ৮৯.১৩ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.১৪ টাকা, ডিজেল ৮০.৫৭ টাকা পটনা- পেট্রোল ৯২.৮৯ টাকা, ডিজেল ৮৬.১২ টাকা লখনউ- পেট্রোল ৮৮.৮৫ টাকা, ডিজেল ৮১.২৭ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷