Petrol Diesel Prices : একাধিক শহরে সস্তা হল পেট্রোল, গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার আগে দেখে নিন পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম দেখে নিন এখানে ।
advertisement
সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন সকালে নয়ডায় পেট্রোল ২৪ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৭৬ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ২১ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৯৩ টাকা হয়েছে ৷ লখনউতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ পয়সা কমে গিয়েছে ৷ অন্যদিকে, দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এদিন পেট্রোল ও ডিজেলের দামও স্থির রয়েছে ৷ অশোধিত তেলের দাম গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রডের দাম ৩ ডলারের বেশি বেড়ে প্রতি ব্যারেলে ৯৬.৫৮ ডলার ৷ WTI এর দাম ৩ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৯০.৫৫ ডলার হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷