Petrol-Diesel Price today: শীঘ্রই সস্তা হতে পারে জ্বালানি, দেখে নিন আজ কত হল পেট্রোল-ডিজেলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম---
মঙ্গলবার সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এদিন সকালে তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ গত দু’দিন অর্থাৎ রবিবার ও সোমবারও তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ এর আগে শনিবার দিল্লিতে পেট্রোলের দাম ৩০ পয়সা প্রতি লিটার বৃদ্ধি করা হয়েছিল ৷ আন্তর্জাতিক বাজারে লাগাতার অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা, মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা, চেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা, কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা, বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬ টাকা, লখনউ- পেট্রোল ৯৮.৬৯ টাকা, ডিজেল ৯০.২৬ টাকা, পটনা- পেট্রোল ১০৪.৫৭ টাকা, ডিজেল ৯৫.৮১ টাকা, ভোপাল- পেট্রোল ১১০.২০ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা, জয়পুর- পেট্রোল ১০৮.৭১ টাকা, ডিজেল ৯৯.০২ টাকা, গুরুগ্রাম- পেট্রোল ৯৯.৪৬ টাকা, ডিজেল ৯০.৪৭ টাকা