Petrol Diesel Prices : একাধিক শহরে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় দাম কমে কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
সরকারি তেল সংস্থাগুলি এদিনও দিল্লি, মুম্বই-সহ চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোন বদল করেনি ৷ তবে উত্তরপ্রদেশ ও বিহারে তেলের দামে সামান্য বদল দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশের নয়ডা ও গ্রেটার নয়ডা জেলায় পেট্রোল ২৪ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৭৬ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেল ২১ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৯৩ টাকা হয়েছে ৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-তে পেট্রোল ও ডিজেলের দাম ১ পয়সা করে বেড়েছে ৷ বিহারের রাজধানী পটনাতে পেট্রোলের দাম ২১ পয়সা কমে ১০৭.৫৯ টাকা হয়েছে ৷ ডিজেল ২০ পয়সা কমে ৯৪.২৬ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement