এই ব্যাঙ্কগুলিতে সবচেয়ে কম সুদের হারে মিলছে গাড়ির লোন, জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
একনজরে দেখে নিন, কোন ব্যাঙ্কগুলি সবচেয়ে সস্তায় অর্থাৎ কম সুদের হারে গাড়ির লোন দিচ্ছে
চাকরি পাওয়ার পর ধীরে ধীরে নিজেদের গাড়ি-বাড়ি করা অর্থাৎ ভালোভাবে জীবনযাপনের লক্ষ্যে এগোয় মানুষজন। সেইজন্য একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তও নিতে হয়। বাড়ি বা গাড়ি কেনার জন্য অনেকসময় নানা ধরনের পার্সোনাল লোন স্কিমেও হাত পাকাতে হয়। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হল সুদের হার। সারাক্ষণ মানুষজন সেই ধরনের ব্যাঙ্কের খোঁজে থাকে, যারা একটু কম সুদের হারে লোন দিতে সক্ষম।
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, সাত বছরের মেয়াদে ১০ লক্ষ টাকার নতুন গাড়ির লোনে এই সুদের হার হিসেব করা হয়েছে। এক্ষেত্রে ১০ ডিসেম্বর পর্যন্ত পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির আপডেটেড তথ্য সংগ্রহ করে তার একটি তালিকা তৈরি করেছে Bankbazaar। এক্ষেত্রে যে সমস্ত ব্যাঙ্কগুলির অফিশিয়াল ওয়েবাসইটে কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, সেই ব্যাঙ্কগুলিকে তালিকাভুক্ত করা হয়নি। সমস্ত তথ্য সংগ্রহ করার পর সবচেয়ে কম সুদের হার থেকে ধীরে ধীরে বেশি সুদের হার অনুযায়ী ব্যাঙ্কের নামগুলিকে সাজানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
এক্ষেত্রে প্রথমে সাত বছরের মেয়াদে ১০ লক্ষ টাকার নতুন গাড়ির লোনে এই সুদের হার হিসেব করা হয়েছে। তারপর সেই সুদের হার অনুযায়ী EMI-এর হিসেব করা হয়েছে। তবে মাথায় রাখতে হবে, এই EMI হিসেব করার সময় প্রসেসিং ফি ও অন্যান্য চার্জকে ধরা হয়নি। সেগুলি শূন্য হিসেবে ধরে EMI-এর হিসেব করা হয়েছে। তাই টাকার অল্প হেরফের হতে পারে।
advertisement
তাই আর দেরি না করে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। প্রয়োজনে ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাঙ্ক ভেদে নানা শর্তাবলীর জন্যও সুদের হারে অল্প-বিস্তর পরিবর্তন হতে পারে। তাই সবকিছু ভালো করে যাচাই করে নিয়ে গাড়ির লোনের জন্য আবেদন করা যেতে পারে।