PAN Card: বাড়ি বসে ঠিক করে নিন PAN Card ! নয়তো হতে পারে আর্থিক ক্ষতি !
- Published by:Piya Banerjee
Last Updated:
PAN Card: সময় নষ্ট না করে এখুনি ঠিক করে নিন PAN Card-এর ভুল !
PAN Card-এ ভুল নেই তো? থাকলে এখুনি তা ঠিক করে নিন! নয়তো সমস্যায় পড়তে হতে পারে। তবে প্যান কার্ডের ভুল ঠিক করার জন্য এদিক ওদিক ছুটোছুটি না করেও, করাতে পারেন। বাড়িতে বসেই হতে পারে এই কাজ। কারণ PAN Card নম্বর ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা লেন-দেনে সমস্যা হতে পারে। এমনকি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। PAN Card ঠিক করানোর জন্য আপনি অনলাইন ও অফলাইন দু'ভাবেই ব্যবস্থা নিতে পারেন। photo source collected
advertisement
অফলাইনে প্যান কার্ড ঠিক করাতে হলে আপনাকে কাছের কোনও PAN Card নথিভুক্তিকরণ কেন্দ্রে যেতে হবে। সেখানে আপনাকে একটি ফর্ম সেওয়া হবে। 'Apply for New PAN Card / Change / Correction in PAN Data'-এই তিনটি অপশনের যেটা আপনার দরকার সেটা ফিল-আপ করে জমা দিলেই কাজ হয়ে যাবে। এছাড়াও যদি PAN Card নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হয় তাহলে ফোন করতে পারেন, NSDL-এর ১৮০০-১৮০-১৯৬১ অথবা ০২০-২৭২১৮০৮০ নম্বরে । photo source collected
advertisement
advertisement
advertisement