Pan Aadhaar Link: সময় খুব কম, ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই করুন এই কাজ, নাহলে PAN বাতিল হয়ে যাবে?
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Pan Aadhaar Link: আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ জারি করা হয়েছে।
৩১ ডিসেম্বর শেষ দিন। তার আগে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতেই হবে। এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার। অনেকে বলছেন, নাহলে প্যান বাতিল হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, না, প্যান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই সময়সীমার মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন লেনদেনে সমস্যা হতে পারে।
advertisement
আর্থিক প্রতারণা এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের নির্দেশ জারি করা হয়েছে। একাধিক ফিনটেক কোম্পানির রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই গ্রাহক প্রোফাইল তৈরির জন্য প্যান কার্ডের তথ্য ব্যবহার করা হচ্ছিল। গোটা বিষয়টা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এতে ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
[caption id="attachment_1953953" align="alignnone" width="1600"] এরপর ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে। এখানে গ্রাহককে দিতে হবে নিজের আধার এবং প্যান নম্বর। তারপর ক্লিক করতে হবে ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ।একটি মেসেজ পপ-আপ হবে। যদি ইতিমধ্যেই প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করানো থাকে তাহলে লেখা থাকবে, “আপনার প্যান প্রদত্ত আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।”</dd>
<dd>[/caption]
advertisement
advertisement
advertisement









