PAN 2.0 : ই-মেলে সম্পূর্ণ বিনামূল্যে নতুন প্যান কার্ড পেয়ে যাবেন ? দেখে নিন কী করে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Pan 2.0: গ্রাহকরা চাইলে তাঁরা নতুন কিউআর কোড-সহ প্যান পেতে পারেন। তাঁরা নিজেদের ই-মেল আইডি-তে সম্পূর্ণ বিনামূল্যে কিউআর কোড-সহ একটি নতুন প্যান কার্ড পেয়ে যাবেন।
নতুন PAN 2.0-র মাধ্যমে পুরনো প্যান কার্ডে বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফলে গ্রাহকদের জন্য দেওয়া হবে একটা নতুন প্যান কার্ড। তবে বলে রাখা ভাল যে, পুরনো প্যান কার্ডটি বৈধ থাকবে। গ্রাহকরা চাইলে তাঁরা নতুন কিউআর কোড-সহ প্যান পেতে পারেন। তাঁরা নিজেদের ই-মেল আইডি-তে সম্পূর্ণ বিনামূল্যে কিউআর কোড-সহ একটি নতুন প্যান কার্ড পেয়ে যাবেন। এর জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। আবার একটা ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার জন্য একটা চার্জ দিতে হবে। একটা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার উপায় জেনে নেওয়া যাক। সেই সঙ্গে কীভাবে নিজের ই-মেল আইডি-তে একটা e-PAN কার্ডের জন্য আবেদন করা যায়, সেই উপায়টিও আলোচনা করে নেওয়া যাক।
advertisement
দিতে হবে চার্জ:ই-মেলের মাধ্যমে e-PAN কার্ডের জন্য আবেদন করতে কোনও চার্জ দিতে হবে না। যদিও ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে দিতে হবে চার্জ। আয়কর দফতর FAQ থেকে জানা গিয়েছে যে, ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদনকারীদের একটা ফিক্সড ফি হিসেবে ৫০ টাকা দিতে হবে। তবে ভারতের বাইরে প্যান কার্ড ডেলিভারির জন্য ইন্ডিয়ান পোস্টেজ এবং ১৫ টাকা দিতে হবে আবেদনকারীদের। যদিও PAN 2.0 প্রকল্প এখনও শুরু হয়নি। করদাতা এবং ব্যবহারকারীরা বর্তমানে নিজেদের ই-মেল আইডি দিয়ে প্যান পেতে পারেন। যদি ব্যবহারকারীর ইনকাম ট্যাক্স ডেটাবেসে কোনও ই-মেল আইডি নথিভুক্ত না করা থাকে, তাহলে করদাতারা PAN 2.0 প্রকল্পের আওতায় ইনকাম ট্যাক্স ডেটাবেসে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ই-মেল আইডি আপডেট করতে পারবেন।
advertisement
NSDL ওয়েবসাইট থেকে প্যান কার্ড পাওয়ার উপায়:ধাপ ১: সবার আগে https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html লিঙ্কে যেতে হবে।ধাপ ২: ওয়েবপেজে প্যান, আধার এবং জন্মতারিখ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর অ্যাপ্লিকেবল টিক বক্স সিলেক্ট করতে হবে। এরপর Submit-এ ক্লিক করতে হবে।ধাপ ৪: স্ক্রিনে একটি নতুন ওয়েবপেজ ভেসে উঠবে। যেখানে আয়কর দফতরের কাছে আপডেট করা বর্তমান বিবরণী ব্যবহারকারীকে যাচাই করতে হবে। ওটিপি পাওয়ার জন্য একটা বিকল্প বেছে নেওয়ার নির্দেশ পাবেন ব্যবহারকারী।
advertisement
ধাপ ৫: ওটিপি দিয়ে যাচাই করতে হবে। মনে রাখতে হবে যে, মাত্র ১০ মিনিটের জন্য ভ্যালিড এই ওটিপি।ধাপ ৬: এবার পেমেন্টের মোড বেছে নিতে হবে। শর্তাবলীতে সম্মত হওয়ার জন্য টিক বক্স সিলেক্ট করতে হবে।ধাপ ৭: পেমেন্টের অ্যামাউন্ট দেখে নিতে হবে এবং Confirm Payment অপশনে ক্লিক করতে হবে।ধাপ ৮: পেমেন্ট হয়ে গেলে Continue অপশনে ক্লিক করতে হবে।ধাপ ৯: পেমেন্ট সফল হলে প্যান ব্যবহারকারীর ই-মেল আইডি-তে ডেলিভারি করা হবে প্যান।
advertisement