Aadhaar Card Deactivated: ২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেটেড ! কিন্তু কেন ? একবার চেক করে নিন পুরো লিস্ট...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Aadhaar Card Deactivated: UIDAI মৃত ব্যক্তিদের ২ কোটির বেশি আধার নম্বর ডিঅ্যাক্টিভেট করেছে ডেটাবেস সুরক্ষিত রাখতে এবং পরিচয় জালিয়াতি রোধ করতে।
UIDAI ২ কোটিরও বেশি মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে যাতে ডাটাবেসের সঠিকতা নিশ্চিত থাকে। এই তথ্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI) এবং অন্যান্য সরকারি সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আধার নম্বর একবার নিষ্ক্রিয় হলে তা কখনও অন্য কাউকে পুনরায় বরাদ্দ করা হয় না, যাতে পরিচয় জালিয়াতি ও সরকারি সুবিধার অপব্যবহার রোধ করা যায়। myAadhaar পোর্টালে এখন একটি নতুন পরিষেবা চালু হয়েছে, যেখানে মৃত্যু রিপোর্ট করে আধার নিষ্ক্রিয় করার আবেদন করা যায়।
advertisement
UIDAI কীভাবে মৃত ব্যক্তিদের আধার-সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে?UIDAI মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI), বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS), ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম-সহ অন্যান্য উৎস থেকে। ভবিষ্যতে আধার নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে UIDAI আর্থিক প্রতিষ্ঠান ও অনুরূপ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার দিকেও নজর দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
UIDAI–এর ‘পরিবারের মৃত সদস্যের তথ্য জানানো’ পরিষেবা কী?UIDAI এই বছর myAadhaar পোর্টালে একটি সুবিধা চালু করেছে—‘পরিবারের মৃত সদস্যের মৃত্যু রিপোর্ট’—যা বর্তমানে নাগরিক নিবন্ধন ব্যবস্থাপনা (CRS) ব্যবহারকারী ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলছে।
advertisement
advertisement
advertisement
