Ola Electric Scooter: মাত্র ১৮ মিনিট চার্জেই ছুটবে ৭৫ কিমি, জুলাইয়েই বাজারে আসছে ওলা ই-স্কুটার
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বাড়িতেও এই স্কুটার (Ola Electric Scooter) চার্জ দেওয়া যাবে । সাধারণ দেওয়াল সকেট চার্জিং পয়েন্ট দিয়েই ।
• স্কুটার-প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল অ্যাব ক্যাব সংস্থা ওলা (Ola) । এ বার তারা এ দেশে আনতে চলেছে ইলেক্ট্রিক স্কুটার বা ই-স্কুটার (Ola Electric Scooter) । এই জুলাই মাসেই তা দেশীয় বাজারে আসতে পারে বলে খবর । দ্রুতগতিতে সেই কাজই শুরু করেছে ওলা । 'Hypercharger Network' গড়ে তুলতে এখন দেশের ৪০০টি শহরে ইলেক্ট্রিক চার্জিং পয়েন্ট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে ।
advertisement
• গত বছর কোম্পানির তরফে ২,৪০০ কোটি টাকার ইলেক্ট্রিক স্কুটার প্রজেক্টের ঘোষণা করা হয়েছিল । এটিই তামিলনাড়ুর প্রথম ই-স্কুটার কোম্পানি । পুরোদমে ফ্যাক্টরি চালু হলে তা প্রায় ১০ হাজার নতুন কর্মসংস্থান করবে । বিশ্বের সর্ব-বৃহৎ ই-স্কুটার কোম্পানি হতে চলেছে এই কোম্পানি, যা বছরে ২ মিলিয়ন ইউনিট তৈরি করবে ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement