SBI এর বিশেষ পরিষেবা, ATM থেকে যত বার ইচ্ছে টাকা তুলতে পারবেন, দিতে হবে না চার্জ !
Last Updated:
SBI YONO অ্যাপ থেকে টাকা লেনদেন করার জন্য প্রথমে ডাউনলোড করতে হবে YONO অ্যাপ ৷
সাধারণত এখন প্রত্যেকেই টাকা তোলার জন্য এটিএম ব্যবহার করে থাকেন ৷ কিন্তু সমস্ত ব্যাঙ্ক এটিএম থেকে কত বার টাকা তুলতে পারবেন সেটির একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিয়েছে ৷ এর থেকে বেশি বার টাকা তুললে দিতে হবে চার্জ ৷ তবে গ্রাহকদের সুবিধার্থে এবার স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে নতুন পদক্ষেপ ৷ পাশাপাশি এবার থেকে বিনা এটিএম কার্ডে টাকা তোলার সুযোগও দিচ্ছে এসবিআই ৷ এর জন্য তারা নিয়ে এসেছে YONO পরিষেবা ৷ এই পরিষেবার মাধ্যমে এটিএম লেনদেন করলে দিতে হবে না কোনও চার্জ ৷
advertisement
advertisement
advertisement