স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় সুবিধা, এবার করতে পারবেন এই কাজটি
Last Updated:
গ্রাহকদের অনলাইন ফ্রডের শিকার থেকে বাঁচানোর জন্য দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিকবার সতর্কতা জারি করেছে ৷
দেশের মধ্যে অনলাইন ফ্রডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে ৷ গ্রাহকদের অনলাইন ফ্রডের শিকার থেকে বাঁচানোর জন্য দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিকবার সতর্কতা জারি করেছে ৷ এই বিষয়ে SBI নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হওয়া ফ্রড রুখতে গ্রাহকদের নেট ব্যাঙ্কিং লক ও অনলক করার সুবিধা দেওয়া হবে ৷ অথার্ৎ এবার থেকে আপনার দরকার অনুযায়ী নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন ৷ যখন দরকার পড়বে নেট ব্যাঙ্কিং আনলক করুন এবং ব্যবহারের পর লক করে দিন ৷
advertisement
নেট ব্যাঙ্কিং লক বা আনলক করার সময় বেশ কিছু বিষয়ে উপর নজর রাখতে হবে ৷ ইন্টারনেট ব্যাঙ্কিং লক করার আগে আপনার প্রোফাইল পাসওয়ার্ড কোনও সুরক্ষিত জায়গায় লিখে রাখুন ৷ প্রোফাইল পাসওয়ার্ড সব সময় লগ ইন পাসওর্য়াড থেকে আলাদা হয় ৷ আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো ইন্টারনেট ব্যাঙ্কিংকে লক করার আগে আপনার প্রোফাইল পাসওয়ার্ড সেভ করে রাখুন ৷
advertisement
advertisement
এরপর ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজর নেম, অ্যাকাউন্ট নম্হর, ক্যাপচা কোডের মত জরুরি তথ্য দিতে হবে ৷ এরপর ড্রপ ডাউন মেনু 'Lock User Access' সিলেক্ট করতে হবে ৷ 'Unlock User Access' এর অপশনও থাকবে ৷ অপশন সিলেক্ট করে ‘OK’ ক্লিক করুন ৷ এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি- OTP আসবে ৷ ওটিপি দিতেই আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং লক বা আনলক হয়ে যাবে ৷