এখন থেকে ট্রেনে পাওয়া যাবে শুধুই কনফার্মড টিকিট, কত হবে ভাড়া, কোন রুটে চলবে ‘এই’ ট্রেনগুলি

Last Updated:
ভারতীয় রেলে বড়সড় বদল , জেনে নিন কীভাবে উপকৃত হবেন যাত্রীরা
1/8
দেশে এবার প্রাইভেট ট্রেনের দিকে এগিয়ে চলেছে ৷ ৪৪ টি প্রাইভেট ট্রেন নিয়ে প্রাথমিক ট্রেন চলবে ৷ ৩০,০০০ কোটি টাকার প্রাইভেট ট্রেন প্রজেক্টর পদ্ধতি শুরু হয়ে গেছে ৷ ১০৯ জোড়া ট্রেনের জন্য RFQs ডাকা হয়েছে ৷ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে যাদব বৃহস্পতিবার জানিয়েছেন এই সমস্ত প্রাইভেট ট্রেন সেই সব রুটেই চালানো হবে যেখানে যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ৷ আর এই রুটে সব যাত্রীরাই কনফার্ম টিকিট পাবেন ৷ তার মতে ভারতীয় রেলের যে রুটে সবচেয়ে বেশি ট্রেন চলছে সেখানে সেই ট্রেন ছাড়াও পুরো চাহিদা মেটানোর জন্য প্রাইভেট ট্রেন চলবে ৷Photo- File
দেশে এবার প্রাইভেট ট্রেনের দিকে এগিয়ে চলেছে ৷ ৪৪ টি প্রাইভেট ট্রেন নিয়ে প্রাথমিক ট্রেন চলবে ৷ ৩০,০০০ কোটি টাকার প্রাইভেট ট্রেন প্রজেক্টর পদ্ধতি শুরু হয়ে গেছে ৷ ১০৯ জোড়া ট্রেনের জন্য RFQs ডাকা হয়েছে ৷ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিকে যাদব বৃহস্পতিবার জানিয়েছেন এই সমস্ত প্রাইভেট ট্রেন সেই সব রুটেই চালানো হবে যেখানে যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ৷ আর এই রুটে সব যাত্রীরাই কনফার্ম টিকিট পাবেন ৷ তার মতে ভারতীয় রেলের যে রুটে সবচেয়ে বেশি ট্রেন চলছে সেখানে সেই ট্রেন ছাড়াও পুরো চাহিদা মেটানোর জন্য প্রাইভেট ট্রেন চলবে ৷Photo- File
advertisement
2/8
ভারতীয় রেলের বিকে যাদব জানিয়েছেন প্রাইভেট ট্রেনে ড্রাইভার ও গার্ডস হবেন ভারতীয় রেলের চালকরাই ৷ প্রাইভেট ট্রেনে ভাগীদারীর সঙ্গে সঙ্গে ট্রেনের দেখভাল করার দায়িত্ব অধিগ্রহণকারী সংস্থার হবে ৷Photo- File
ভারতীয় রেলের বিকে যাদব জানিয়েছেন প্রাইভেট ট্রেনে ড্রাইভার ও গার্ডস হবেন ভারতীয় রেলের চালকরাই ৷ প্রাইভেট ট্রেনে ভাগীদারীর সঙ্গে সঙ্গে ট্রেনের দেখভাল করার দায়িত্ব অধিগ্রহণকারী সংস্থার হবে ৷Photo- File
advertisement
3/8
সরকার ৫ শতাংশ ট্রেনের প্রাইভেটাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে ৷ এটা PPP মডেলে হবে ৷ বাকি ৯৫ শতাংশ ট্রেন আগের মতোই সরকারের হাতে থাকবে ৷ ১২ টি ক্লাস্টারে চলবে এই প্রাইভেট ট্রেন ৷ এই ক্লাস্টারগুলি হল বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, জয়পুর, দিল্লি, মুম্বই, পটনা, প্রয়াগরাজ, সিকন্দরাবাদ,হাওড়া ৷Photo- File
সরকার ৫ শতাংশ ট্রেনের প্রাইভেটাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে ৷ এটা PPP মডেলে হবে ৷ বাকি ৯৫ শতাংশ ট্রেন আগের মতোই সরকারের হাতে থাকবে ৷ ১২ টি ক্লাস্টারে চলবে এই প্রাইভেট ট্রেন ৷ এই ক্লাস্টারগুলি হল বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, জয়পুর, দিল্লি, মুম্বই, পটনা, প্রয়াগরাজ, সিকন্দরাবাদ,হাওড়া ৷Photo- File
advertisement
4/8
দিল্লি ক্লাস্টার ১ -এ ৭ জোড়া ট্রেন চলবে , প্রত্যেকে ট্রেনে ১২ টি বগি হবে, এইভাবে দিল্লি ক্লাস্টার ২ এ ৬ জোড়া ট্রেন চলবে ৷ চেন্নাই ক্লাস্টারে ১২ জোড়া ট্রেন চলবে,সবচেয়ে বেশি ট্রেন প্রয়াগরাজ ক্লাস্টারে চলবে ৷ এই ক্লাস্টারে চলা ট্রেনগুলি ১০০০ কিমি দূরত্ব পেরোবে ৷Photo- File
দিল্লি ক্লাস্টার ১ -এ ৭ জোড়া ট্রেন চলবে , প্রত্যেকে ট্রেনে ১২ টি বগি হবে, এইভাবে দিল্লি ক্লাস্টার ২ এ ৬ জোড়া ট্রেন চলবে ৷ চেন্নাই ক্লাস্টারে ১২ জোড়া ট্রেন চলবে,সবচেয়ে বেশি ট্রেন প্রয়াগরাজ ক্লাস্টারে চলবে ৷ এই ক্লাস্টারে চলা ট্রেনগুলি ১০০০ কিমি দূরত্ব পেরোবে ৷Photo- File
advertisement
5/8
প্রাইভেট ট্রেনগুলি বেশিরভাগ সময়ে ১৬ টি কোচ হবে ৷ এগুলি ভারতেই তৈরি হবে ৷ এই ট্রেনগুলির মূল লক্ষ্য হবে কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া ৷ ট্রেনগুলি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দৌড়বে ৷Photo- File
প্রাইভেট ট্রেনগুলি বেশিরভাগ সময়ে ১৬ টি কোচ হবে ৷ এগুলি ভারতেই তৈরি হবে ৷ এই ট্রেনগুলির মূল লক্ষ্য হবে কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া ৷ ট্রেনগুলি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দৌড়বে ৷Photo- File
advertisement
6/8
আলাদা আলাদা রুটে প্রাইভেট ট্রেনগুলির আলাদা আলাদা ভাড়া হবে ৷ রেলওয়ে বোর্ড জানিয়েছে এদের ভাড়া প্লেনের ভাড়ার সমতুল্য হবে ৷ ভাড়া এসি বাস ও প্লেনের ভাড়া এই দুই দেখে নির্ধারিত করা হবে ৷ প্রাইভেট ট্রেন কীরকম করে পারফর্ম করছে জানতে স্পেশাল মেকানিজম তৈরি করা হবে ৷ নিয়মিতভাবে পারফরম্যান্স রিভিউ করা হবে ৷Photo- File
আলাদা আলাদা রুটে প্রাইভেট ট্রেনগুলির আলাদা আলাদা ভাড়া হবে ৷ রেলওয়ে বোর্ড জানিয়েছে এদের ভাড়া প্লেনের ভাড়ার সমতুল্য হবে ৷ ভাড়া এসি বাস ও প্লেনের ভাড়া এই দুই দেখে নির্ধারিত করা হবে ৷ প্রাইভেট ট্রেন কীরকম করে পারফর্ম করছে জানতে স্পেশাল মেকানিজম তৈরি করা হবে ৷ নিয়মিতভাবে পারফরম্যান্স রিভিউ করা হবে ৷Photo- File
advertisement
7/8
রেলের কোচ ও অন্যান্য জিনিস সঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা ৪০০০ কিলোমিটারে পরীক্ষা হয় সেটার সীমা প্রায় ৪০ হাজার হয়ে যাবে ৷ এর জন্য মাসে এক থেকে ২ বার রক্ষণাবেক্ষণ করা হবে ৷Photo- File
রেলের কোচ ও অন্যান্য জিনিস সঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা ৪০০০ কিলোমিটারে পরীক্ষা হয় সেটার সীমা প্রায় ৪০ হাজার হয়ে যাবে ৷ এর জন্য মাসে এক থেকে ২ বার রক্ষণাবেক্ষণ করা হবে ৷Photo- File
advertisement
8/8
গত বছর ভারতীয় রেলের ইন্ডিয়ান রেলওয়ে এন্ড কেটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) - লখনউ -দিল্লি তেজস এক্সপ্রেসের হাত ধরে এই বিষয়টি শুরু করেছে ৷ ়এই রুটে এই মুহূর্তে IRCTC তিনটি ট্রেন চালায় ৷ এরমধ্যে বারাণসী-ইনদওরে -র রুটে কাশী-মহাকাল এক্সপ্রেস, লখনউ-নয়াদিল্লি তেজস এবং আহমেদাবাদ-মুম্বই তেজস রয়েছে ৷Photo- File
গত বছর ভারতীয় রেলের ইন্ডিয়ান রেলওয়ে এন্ড কেটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) - লখনউ -দিল্লি তেজস এক্সপ্রেসের হাত ধরে এই বিষয়টি শুরু করেছে ৷ ়এই রুটে এই মুহূর্তে IRCTC তিনটি ট্রেন চালায় ৷ এরমধ্যে বারাণসী-ইনদওরে -র রুটে কাশী-মহাকাল এক্সপ্রেস, লখনউ-নয়াদিল্লি তেজস এবং আহমেদাবাদ-মুম্বই তেজস রয়েছে ৷Photo- File
advertisement
advertisement
advertisement