LIC থেকে কাঙ্ক্ষিত রিটার্ন মিলছে না? পলিসি চালিয়ে যাবেন না কি বন্ধ করে দেবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পলিসি চালিয়ে যাওয়া ঠিক হবে না কি ক্ষতির সঙ্গে বেল আউট করা-ই ভাল বিকল্প?
advertisement
এখন এলআইসি এজেন্ট বলছেন ২.৫ লাখ টাকা রিটার্ন পাবেন তিনি। কিন্তু অলক এখনও পর্যন্ত ২.৫ লাখ টাকার প্রিমিয়াম জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে রিটার্ন থেকে লাভবান হবেন কি না সেই প্রশ্ন দেখা দিচ্ছে। ফলে এবার পলিসি বাতিল করে সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ করা-ই কি উচিত হবে? পলিসি চালিয়ে যাওয়া ঠিক হবে না কি ক্ষতির সঙ্গে বেল আউট করা-ই ভাল বিকল্প?
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় ধাপ: এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সহজ। কিন্তু এরপর কোথায় বিনিয়োগ করা ভাল হবে, সেটাও ভেবে রাখতে হবে। সেটা কি মিউচুয়াল ফান্ড? বেশিরভাগ বিশেষজ্ঞই সাবধান করে দেন, মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে। রিটার্নের কোনও নিশ্চয়তা নেই। দীর্ঘমেয়াদে লক্ষ্য পূরণের জন্য কোথায়, কতটা বিনিয়োগ করা উচিত সেটাও মাথায় রাখতে হবে। পাশাপাশি বাজারের ঝুঁকি মোকাবিলায় কৌশল নির্ধারণও গুরুত্বপূর্ণ। তাই বিশেষজ্ঞরা বলছেন, পলিসি থেকে বেরিয়ে আসার আগে পর্যাপ্ত লাইফ কভার-সহ সঠিক আর্থিক পরিকল্পনা করা উচিত।
advertisement